বুধবার, ৫ এপ্রিল, ২০১৭

পলাশে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

 

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর পাশে শীতলক্ষ্যা নদীর তীরে ১৩ থেকে ১৪ বছরের অজ্ঞাত নামা এক কিশোরীর গলায় ওড়না পেচানো লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। বুধবার দুপুরে পলাশ থানার পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা ওই কিশোরীর লাশটি উদ্ধার করেন।


থানা সুত্রে জানা যায়, বুধবার দুপুরে ঘোড়াশাল এলাকাবাসী শহীদ ময়েজউদ্দিন সেতুর পাশে শীতলক্ষ্যা নদীর তীরে ওই কিশোরীর লাশটি দেখতে পায় এবং পলাশ থানায় খবর দিলে সাথে সাথে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা ঘটনার স্থলে যান। এবং অজ্ঞাত কিশোরীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, কে বা কারা এই কিশোরীকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যচ্ছে যে, অজ্ঞাত নামা কিশোরীকে ধর্ষণ করে গলায় ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অজ্ঞাত কিশোরীর ময়নাতদন্তের রিপোর্ট আসলে পুলিশ বাদি হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন