সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

রায়পুরায় ভাবীকে কুপিয়ে হত্যা করেছে দেবর

রায়পুরা প্রতিনিধি: 
রায়পুরায় চার সন্তানের জননী বড় ভাবী ফাতেমা (৩৫))কে কুপিয়ে হত্যা করলো পাষন্ড দেবর মো. মাসুম মিয়া। ঘটনার পর দেবর মাসুম এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে।
গতকাল রবিবার দুপুর আনুমানিক সোয়া একটায় উপজেলার পলাশতলী ইউনিয়নের খলিলাবাদ
পশ্চিমপাড়া এলাকায় নিহতের স্বামীর বাড়িতে এ হত্যাকা-ের ঘটনাটি ঘটে। নিহতের বাবা আব্দুল ছামাদ ও নিহতের ছেলের স্ত্রী আসমা আক্তার জানান, নিহতের স্বামী কাঞ্চন মিয়া ঢাকার একটি টেক্সটাইলস মিলে চাকুরী করার ফলে ৭/৮ দিন পর পর বাড়িতে আসতো। বাবা না থাকায় মাসুম প্রায় তার ভাবীর কাছে খরচের টাকা চাইত। টাকা না দিলে তার ভাবীকে মারধোর করতো। এরই জের ধরে রবিবার দুপুরে ভাবী ফাতেমা বাড়ির পাশেই অবস্থিত একটি দোকান থেকে রান্না করার জন্য তৈল ক্রয় করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পাষন্ড দেবর মাসুম ঘর থেকে ধারালো দা নিয়ে এসে এলোপাতারি কুপিয়ে ফাতেমাকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে রায়পুরার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহালের ব্যবস্থা করতে দেখা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন