![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhIcZxl9kYWd8r0egk4ljBayGhPpiROcK_zXKhT_ENIMeMsVJuauurfcmGsfp_jL8raeqg83M9JrDQ7Mf8jQf1ehVq9UWfwEyc6MBDT62ZiyiA1A8jny1CBQ7UpvvwG3P6A4hIOqsVQGM/s320/18194191_1165483263578793_4666365083683502578_n.jpg)
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মধাবদী বাসস্ট্যান্ডে অবস্থিত হোটেল ওয়েস্টার্নে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় হোটেলে অনৈতিক কাজে জড়িত একাধিক খদ্দেরসহ পতিতাকে পাওয়া যায়। এছাড়া হোটেলের কোনো প্রকার কাগজপত্র না থাকায় হোটেলের মালিককে ৩০ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়। এছাড়া পাঁচদোনা এলাকায় কোনো প্রকার বৈধ কাগজপত্র না থাকায় অনামিকা ব্রিক ফিল্ড নামে একটি ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়।
নরসিংদীর নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো: শাহ আলম মিয়া এবং নিবার্হী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
নরসিংদীর নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো: শাহ আলম মিয়া সাংবাদিকদের জানান, নরসিংদীকে একটি পরিচ্ছন্ন ও ভেজালমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ফলে একদিকে সরকারের রাজস্ব ভাড়বে অপরদিকে জনগনের হয়রানী দুর হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন