পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
পলাশ উপজেলায় গত বুধবার ঘটে যাওয়া কাল বৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। ঝড়ের তান্ডবে অধিকাংশ ঘরের চাল খুলে উড়ে যাওয়ায় এই দুরবস্থার সৃষ্টি হয়। এদিকে ঘর মেরামতে এখনো কোন সরকারি সহযোগীতা না পেয়ে অনেকটা মানবেতর জীবন পার করতে হচ্ছে তাদের। এছাড়া ঝড়ের পর থেকে টানা বাড়ি বর্ষণে মরার উপর
যেন খাড়ার ঘা হয়ে দারিয়েছে। ক্ষতিগ্রস্থ পলাশ বালুচর পাড়া এলাকার রুহুল আমিন জানান, কাল বৈশাখী ঝড়ে আমারা দুটি ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ঘরের বিভিন্ন আসবাবপত্র। ঘর মেরামতের কোন সহযোগীতা না পেয়ে স্ত্রী সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। একই এলাকার হুসেন মিয়া জানান, দিনমজুরের কাজ করে অনেক কষ্টে পরিবার নিয়ে থাকার জন্য একটি দুচালা টিনের ঘর তৈরি করেছিলাম। বুধবার রাতে কাল বৈশাখী ঝড় আমার ঘরটি ভেঙে দুমড়ে মুচড়ে নিয়ে যায়। ঘরটি নতুন করে মেরামত করার সার্মথ্য আমার নেই। গত চার দিন যাবৎ খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে আমাদের। পলাশ নতুনপাড়া এলাকার আনোয়ারা বেগম জানান, ঝড়ের পর অনেকেই শুধু দেখেই চলে যাচ্ছে । ঘর মেরামতে সহযোগীতা দুরের কথা কেউ এক মুঠো ভাতের চাল দিয়ে সাহায্য করছে না। একই ভাবে ক্ষোভ প্রকাশ করেন ঝড়ে ক্ষতিগ্রস্থ পলাশ গড়পাড়া এলাকার স্বাধীন মিয়া, ঘোড়াশাল টেঙ্গরপাড়া এলাকার জসিম উদ্দিন, আব্দুর রহিম সহ কয়েকটি ভুক্তভোগী পরিবার।
এ ব্যাপারে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, এতি মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবাদের তালিকা করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে সরকারি সহযোগীতার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। আর্থিক অনুদান আসলে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন