![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKL11kV_to99EK1u5Men2ib-HlrF8vys2Y3wCWiajQfJxVsHM0Sh9Ns6xB-ylmG54ky7NUT5SqnLNkIJ5AKHPGQU1KLKLKpKmhIiaazn7fVAVZ2j7QzXEpeWymZeGnqF1LZghe4UbLlN8/s1600/17760087_1139246799554385_3499232421608656692_n.jpg)
পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
ঘোড়াশালে শীতলক্ষা নদীর ঘোড়াশাল বাজার ঘাটের কাছ থেকে উদ্ধার করা অজ্ঞাত কিশোরীর লাশের পরিচয় পাওয়া গেছে। এ বিষয়ে ঘোড়াশাল পুলিশ ফাড়ির পরিদর্শক গোলাম মোস্তফা জানান, অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করেছে তার মা নাসিমা বেগম। মেয়েটি ঘোড়াশাল
পৌরএলাকার চামড়াব গ্রামের জয়নদ্দিনের মেয়ে মনিরা (১২)। সে তার অন্ধ বাবা ও মাকে নিয়ে পৌরএলাকার উত্তর মিয়াপাড়া নাসিরের বাড়িতে ভাড়া থাকত। মেয়েটি বাস ষ্টেশন সংলগ্ন হালিমের ভাঙ্গারী দোকানে কাজ করত। মেয়েটির মা জানান,
প্রতিদিনের মত মঙ্গলবার সকালে হালিমের দোকানে সে কাজ করতে এসে রাতে আর বাড়ি ফেরেনি।
এদিকে ৫ এপ্রিল সকালে এলাকার লোকজন ঘাটে গোসল করতে গিয়ে লাশটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানায় , প্রাথমিকভাবে ধারণা করছি ধর্ষণের পর তাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার পর থেকে ভাঙ্গারী দোকানের মালিক হালিম পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন