নরসিংদী জেলা যুবলীগের সম্মেলন: আসবে নতুন মুখ, নাকি থাকবেন পুরাতনরাই!
নজরুল হোসেন, নরসিংদী সংবাদদাতাঃ
জেলা যুবলীগের
সম্মেলনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নরসিংদী। আগামী ৬ মে অনুষ্ঠিত হতে
যাচ্ছে নরসিংদী জেলা যুবলীগের সম্মেলন। আর এ সম্মেলনকে ঘিরে সরগরম হয়ে উঠছে
নরসিংদীর রাজনৈতিক অঙ্গন। জেলার
সর্বত্রই আলোচনার ঝড় বইছে যুবলীগের অভিভাবক কে হচ্ছেন। নতুন
মুখ আসবেন, নাকি পুরাতনরাই থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ
সবজায়গায় হচ্ছে ব্যপক প্রচার প্রচারনা।
এ আলোচনা শুধু আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ নয়, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক
দলের মধ্যে আলোচনা ও কৌতূহলের ঝড় বইছে। তবে বিতর্কিত নেতাদের বাদ দিয়ে
ত্যাগী ও নির্লোভ নেতাকর্মীদের সমন্বয়ে যুব লীগের কমিটি গঠনের
দাবি জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।
নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক
যুগ্ন সাধারন সম্পাদক সুমন মোল্লা পলাশের তাজা খবরকে জানান, ‘একযুগ পরে নরসিংদী
জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুবকেরাই যুবলীগের নেতৃত্ব
দেবে। যুবলীগ হলো তারুণ্যোদ্দীপ্ত জয়গানের সংগঠন। যুব মেধা লালন, ধারণ ও এর
বিকাশই হলো যুবলীগের অন্যতম লক্ষ্য। আশা করছি সম্মেলন সুষ্ঠভাবে অনুষ্ঠিত
হবে।’
সভাপতি পদে প্রার্থী হিসেবে নরসিংদী জেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীন নেওয়াজের নাম শোনা যাচ্ছে।
অন্যদিকে আওয়ামীলীগের গোপন সূত্রে জানা যায়, সভাপতি প্রার্থী হিসেবে বিজয় কৃষ্ণ গোস্বামীর বিষয়েও জোড় আলোচনা চলছে।
উল্লেখ্য, আগামী ৬ মে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন