মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

ঘোড়াশাল বেদে পল্লিতে মাদকের রমরমা ব্যবসা




নিজস্ব প্রতিবেদক, পলাশ

ঘোড়াশাল পৌরসভার পাশে বেদে পল্লিতে চলছে রমরমা মাদক ব্যবসা। স্থানীয় একটি সূত্র জানায়, সব ধরনের অপরাধের স্বর্গ রাজ্য হচ্ছে ঘোড়াশাল বেদে পল্লী। র্দীঘ দিন ধরে এখানে রমরমা মাদক ব্যবসা ও  পতিতা ভিত্তিক ব্যবসা করে আসছে বাবুল বাইদ্দা। স্থানীয় প্রশাসন ও রাজনিতিক ব্যক্তিদের ম্যানেজ করে এই ব্যাবসা পরিচালনা করে আসছে বলে নাম প্রকাশ না করার সত্তে এক বাসিন্ধা জানান।

এদিকে গত বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল বেধে পল্লিতে নরসিংদী ডিবি পুলিশ মাদকের অভিযান পরিচালনা করলে, গোয়েন্দা পুলিশের উপর হামলা চালায় মাদক ব্যাবসায়ীরা। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন গোয়েন্দা পুলিশ সদস্য।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহসস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশের এস আই আব্দুর সালামের নেতৃত্ব ডিবি পুলিশের একটি দল ঘোড়াশাল সোহাগ সিনেমা হলের পেছনে বাইদ্দা পট্টিতে  (বেধে পল্লী) বাবুল বাইদ্দার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে ৩১৫ পিস ইয়াবা জব্ধ করেন।  ওই সময় বাবুল বাইদ্দাকে গ্রেপ্তার করে পুলিশ। আটকের পর বাবুলের  সমর্থকরা পুলিশের উপর অতকিৎ হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্যসরা ঘটনা স্থলে ইপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে হামলার সময় পালিয়ে যায় বাবুল বাইদ্দা। পরে বাবুলের বোন নাজু বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।  এঘটনায় শুক্রবার ভোর সাড়ে ৫টায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর সালাম বাদি হয়ে বাবুল ও তার বোন সহ দুই জনকে আসামী করে পলাশ থানায় মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন