![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdx6RPfALd1oRhuMMoq6Ob2o2XAwYjC2fObKeenRzG5y7uKxSm8FxH5tTREZX1r9Z-XXs38aTigWe7y03xU3fDNke69vKWs8qKPlA3eVBo7GuyafK4vnKDdEMNBzMeCuCJBu3jooqmkl4/s320/52ebd8f518c7c-1.jpg)
পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
বাংলা নববর্ষকে বরণ করতে নানা আয়োজনের পাশাপশি বাঙ্গালীর ঐতিহ্য ঘুড়ি উড়ানো উৎসবের আয়োজন করেছে পলাশ উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় পলাশ উপজেলা মাঠ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে এই ঘুড়ি উৎসবটি
পালন করা হবে। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, বাংলার নতুন বছর বরণ ও বিদায়ী বছরকে ¯^রণীয় করতে এই ঘুড়ি উৎসবের আয়োজন। উৎসবটি পরিচালনার জন্য ইতিমধ্যে স্থানীয়দের দিয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ঘুড়ি উৎসব উদযাপন কমিটির সভাপতি আল মুজাহিদ হোসেন তুষার জানান, উৎসবটি পালন করতে সকল প্রস্তুটি শেষ করা হয়েছে। এতে সকল শ্রেণী পেষার মানুষ অংশ গ্রহন করতে পারবে। উৎসব শেষে বিজয়ীর মধ্যে পুরুস্কার বিতরণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন