গত বুধবার সন্ধ্যায় প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নরসিংদী সদর উপজেলার বাগহাটা সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খামার ব্যবস্থাপক বিচিত্র কুমার সরকার জানান প্রবল ঘূর্ণিঝড়ে গাছের ডাল ভেঙ্গে বৈদ্যুতিক তারের উপর পড়ে তার ছিড়ে যায় ও থ্রি-ফেজ ট্রান্সফর্মারের পোল ফেজ পুড়ে বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় গলদা চিংড়ি হ্যাচারীতে চিংড়ির লার্ভা (চিংড়ি পোনা) এবং কার্প হ্যাচারিতে রেনু উৎপাদন কার্যক্রম চলছিল। ২ দিন ব্যাপি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিকল্প বিদ্যুৎ সংযোগ এর জন্য জেনারেটর চালানো হয়। একটানা ১৬ ঘন্টা চলার পর জেনারেটরের রেকটিফায়ার পুড়ে অকেজো হয়ে খামারের প্রায় ৩.৫০ লক্ষ লার্ভা (চিংড়ি পোনা) এবং ১৫ কেজি কার্প মাছের রেনু বিনষ্ট হয়। এছাড়া খামারের শেড, প্রশিক্ষণ কক্ষ, হ্যাচারি সংলগ্ন টিন শেড চালা আংশিক উড়ে যায়। সর্বসাকুল্যে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।
নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজউদ্দীন আহমেদ জনান ঘূর্ণিঝড়ে ২ দিন ব্যাপি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় খামারে উৎপাদিত গলদা চিংড়ির লার্ভা ও কার্প রেনু পোনার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন