![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmae7Lp2kgyOyrYqEkkXslgWFBz2o6WIOdv1TwL7G3poZnui04q6SUspSDeLVgWxfnOFMIc7tu-NRDlFqwjnkjvECPwMfEhs4GXgZZ8ZgYBUWbLEN9B_1B2xqtFntUlpSBWQkEvHQP6SY/s320/54d7080899ecf68780dcd1be5b3ae00d-574fe4e5e84dc.jpg)
পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় চরম
ভাবে দেখা দিয়ে এয়ারটেল নেটওয়ার্ক বিরাম্বনা। ফলে হাজারো মোবাইল ফোন ব্যবহারকারী চরম ভাবে ভোগান্তির ¯সীকার হচ্ছে। দিনে কিং বা রাতের অধিকাংশ সময় ফোনে নেটওয়ার্ক না পেয়ে দুরবর্তী আত্মীয় সজন ও ব্যবসা বানিজ্যে যোগাযোগে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পলাশ নতুন বাজার এলাকার এয়ারটেল নেটওয়ার্ক ব্যবহারকারী নূরে- আলম রনী জানান, এয়ারটেল চরম ভাবে ভোগান্তি করছে। অফিসে বারবার যোগাযোগ করে নেটওয়ার্ক সমস্যার বিষয়ে জানালেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। এই সমস্যা দীর্ঘ ৬ মাস যাবৎ। ভাবছি সিম কার্ড টি পরিবর্তন করে ফেলবো। পলাশ দড়িহাওলা পাড়া এলাকার বায়েজিদ, পলাশ ওয়াপদা রাসেল আহম্মেদ, ঘোড়াশাল এলাকার রুবেল, মারুফ, আশরাফ, শিউলি, ফাতেমা সহ প্রায় শতাধিক গ্রাহক একই সমস্যার কথা জানান। এ ব্যাপারে এয়ারটেল অফিসে যোগাযোগ করলে , তারা জানান, নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা দিয়ে কয়েকদিন যাবৎ নেটওয়ার্ক উন্নয়নের কাজ চলছে। খুব শিগ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন