রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সাংবাদিক ও নরসিংদীর তাজা খবর পরিবারের আল-আমিন মিয়ার লেখা আজ আপন ও পর সম্পর্কে কিছু কথা।



আপন এবং পর সম্পর্ক কেমন?
চলেন তার কিছু কথা পড়ে আসি!
আপন, পর সম্পর্ক হলো, ঠিক যেমন হাঁস ও মুরগির মাঝে থাকে।
জানি আপনারা অবশ্যই ভাবছেন যে, হাস ও মুরগির সম্পর্কের মতো আবার মানুষের আপন এবং পর সম্পর্ক এটা কেমন কথা?
একটু অপে¶া করেন এবং কষ্ট হলেও আমার লেখাগুলো পড়ে আসেন।
তাহলেই আশা করি, আপনারা খুব সহজেই আমার লেখা বা কথার মানে বুঝবেন।

পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে...কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে। আমার এই লেখা বা কথার মানে লেখাগুলো পড়ার শেষ দিকে পাবেন।
পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।
বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে। আপন সম্পর্ক অনেক ¶েত্রে পর হয়ে যায়। তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব কিছু ঠিক হয়ে যাক। পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক হয়, তা যেন কষ্ট পাবার জন্যই হয়ে থাকে। টাকা পয়সার নয়-মানসিক কষ্ট। হে মানুষ! একটু দাঁড়ান আমার কিছু লেখা পড়ে যান। আশা করি লেখাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমি উপরে লেখেছি যে, আপন এবং পর সম্পর্ক হলো, মুরগির ও হাস‘র সম্পর্কের মতো। কারণ, এই পৃথিবীতে আপনি যতই অন্যকে আপন মনে করবেন, সে কিন্তু আপনার আপন নয়। তার উদাহরণ হিসেবে আমি লেখেছি মুরগি ও হাস‘র সম্পর্কের কথা। আপনারা হয়তো অনেকেই জানেন যে, আমাদের দেশে হাস‘র ডিম থেকে বাঁচ্চা ফুটাতে গেলে যদি আধুনিক যন্ত্রপাতি না থাকে তবে মুরগী দিয়ে হাস‘র ডিম থেকে আমরা বাঁচ্চা ফুটিয়ে থাকি। কিন্তু সত্য কথা বলেন তো? মুরগি কি জানে যে, সে হাস‘র বাঁচ্চা ফুটাচ্ছে?
ডিম থেকে বাঁচ্চা ফুটার কিছু দিন যাওয়ার পর মুরগী যখন বাঁচ্চাদেরকে সাথে নিয়ে বাহিরে যায়। তখনও মুরগী জানে না যে, তার সাথে হাস‘র বাঁচ্চা রয়েছে। হাস‘র বাঁচ্চাগুলো যখন একটু বড় হয়, তখন হাস‘র বাঁচ্চাগুলো বার বার শুধু পানিতে চলে যায়। এবং মুরগী তখন পাড়ে থেকে কাঁদে আর বলে কি করসো পানিতে যেও না, ডুবে যাইবা কিন্তু হাস‘র বাঁচ্চারা কি মুরগীর কথা শুনবে? না শুনারই কথা। ঠিক তেমনই এ পৃথিবীতে আমরা যাদেরকে আপন মনে করি তারা কিন্তু আমাদের আপন নয়। আমাদের আপন হলো, আমাদের রব এবং আমাদের নবীগণ। তাই আমাদের সবাইকে দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের দিকে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদের ঘুমন্ত অন্তরকে জাগ্রত করুন, আমিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন