তাজুল ইসলাম (হানিফ)
হে
ছাত্র আমি তোমাকেই বলছি,
তুমি
কি শুধু প্রেমিকার সান্নিধ্যই নিতে চাও ?
আর
প্রেমিকা ! তুমি ? তুমি ও কি ঠিক তাই চাও ?
তোমাদের
ভাবনার জগতে আসে কি, মস্ত বড় মানুষ হওয়ার ?
তাহলে
আজি-ই ক্লাস শেষে চলে এসো গ্রুপ স্টাডি করতে ?
বিশাল
মন পেতে চল সমুদ্রের পাড়ে
আরে
না-না তোমার ক্যাম্পাসকে ভুলতে বলেনি,
আমি
বলেছি ক্যাম্পাসের পাশাপাশি বৃক্ষের কাছে যেও,
দেখ-না
উদার বৃক্ষটা থেকে কিছু পাঠ নিতে পার কি-না,
প্রিয়
শিক্ষার্থী আমার,
তুমি
চলে এসো মাঠে, হৈ-হুল্লোড় কিংবা নানান খেলায় মেতে থাকব,
মিশে
যাব জনতার মহাসমাবেশে,
হ্যাঁ-হ্যাঁ-হ্যাঁ এতক্ষণ ধরে কি বকবক করেই যাচ্ছি
বল
ভাই, আসল কথাটিই বলা হয় নি !
চল
চল পাবলিক লাইব্রেরীতে চল
হারিয়ে
যায় জ্ঞানের মহাসাগরে
যেখান
থেকে খুঁজে পাবে “তুমি” এক অনন্য ।
আচ্ছা
প্রিয় শিক্ষার্থী, তুমি কবিতা পড়তে পার ?
প্রাণ
খুলে গান গাইতে পারো ?
তুমি
কি রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, কিংবা জীবনানন্দ,
সুকান্ত,
নির্মলেন্দুগুনের কবিতা পড় ?
তুমি
কি অন্যায়ের প্রতিবাদ করতে জানো ?
ওহ
! তুমি ভালবাসতে জানো ?
কিংবা
ঘৃণা ?
বিরক্ত
হচ্ছ বুঝি ? তবে আরেকটু বলি !
নৈতিকতা,
মানবিকতাটুকু চর্চা করিও ।।
.........................................................
v কবিতাটি উৎসর্গ করলাম সকল কলেজ ও
বিশবিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের প্রতি,.................................।
কৃতজ্ঞতায়,
মোঃ
তাজুল ইসলাম (হানিফ) , বিএসএস
(অনার্স), এমএসএস
(রা.বি), এলএলবি।
শিক্ষক----আদর্শ
মহাবিদ্যালয় (অনার্স কলেজ), সৈয়দাবাদ, কসবা, ব্রাহ্মণবাড়ীয়া ।
E-mail: tajul.repl@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন