বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী



নরসিংদী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন। বুধবার সকালে গণভবনে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় গনভবনে আরো উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু এমপি (বীর প্রতিক), নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, নরসিংদী-৪ আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

প্র্রসঙ্গত, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অল্প কিছুদিন পরই মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। তার মৃত্যুতে এই পদটি শূন্য হয়। ফলে উপ নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল মতিন ভূঁইয়া।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন