পলাশ সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশ
উপজেলার পলাশ
পাইলট
উচ্চ
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি
পদে
তৃতীয়
বারের
মতো
নির্বাচিত হলেন,
পলাশ
উপজেলা
আওয়ামীলীগের যুগ্ন
সাধারণ
সম্পাদক আব্দুল
আলী
ভূইয়া।
বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিবাবক, শিক্ষকরা জানান,
আব্দুল
আলী
ভূইয়া
দায়িত্ব নেওয়ার
পর
থেকে
বিদ্যালয়ের অনেক
পরিবর্তন হয়েছে।
বেড়েছে
শিক্ষার মান
ও
শিক্ষার্থীর সংখ্যা,
একসময়
বিদ্যালয়ের শৃংখলা
ছিল
না,
যোগ্য
নেতৃত্ব না
থাকায়
বিদ্যালয়ের অনেক
জমি
ভূমি
দখলদারদের কবলে
চলে
গিয়ে
ছিল।
তিনি
দায়িত্ব নেওয়ার
পর
থেকে
সেই
সমস্ত
জমি
পূণরায়
স্কুলের আওয়াত
এসেছে।
এ
ছাড়া
বিদ্যালয়ের আয়
ব্যায়ের হিসাব,
শিক্ষার সুষ্ঠ
পরিবেশ
ফিরে
আনায়
তিনি
গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন
করেন।
এ
বিষেয়ে
নির্বাচিত সভাপতি
আব্দুল
আলী
ভূইয়া
পলাশের
তাজা
খবরকে
জানান,
কমিটিতে তৃতীয়
বারের
মতো
সভাপতি
হিসেবে
আমাকে
নির্বাচিত করায়
মহান
আল্লাহ'র নিকট শুকরিয়া জানাছি। এবং
কৃতজ্ঞতা প্রকাশ
করছি,
পলাশের
সাবেক
জাতীয়
সংসদ
সদস্য
ও
উপজেলা
আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি
আলহাজ্ব ডা.
আনোয়ারুল আশরাফ
খান
দিলিপ
মহোদয়
ও
বর্তমান জাতীয়
সংসদ
সদস্য
আলহাজ্ব কামরুল
আশরাফ
খান
পোটন
মহোদয়ের প্রতি।
আমার
প¶
থেকে
অভিনন্দন ও
ধন্যবাদ জানাছি,
পলাশ
পাইলট
উচ্চ
বিদ্যালয়ের প্রধান
শি¶ক, সহকারী শি¶ক সহ বিদ্যালয়ের সকল
কর্মচারী বৃন্দ'র প্রতি। এবং
পলাশ
পাইলট
উচ্চ
বিদ্যালয়ের পরিচালনা কমিটির
নবগঠিত
সকল
সদস্যদেরকে আমার
প¶
হইতে
প্রাণঢালা অভিনন্দন ও
আন্তরিক শুভেচ্ছা জানাছি। আমি
বিদ্যালয়ের সকল
অভিবাবক ও
ছাত্র-ছাত্রীদের কাছে দোয়া কামনা
করছি,
আপনারা
দোয়া
করবেন।
আমি
যেন,
পলাশের
সাবেক
সংসদ
সদস্য
ও
বর্তমান সংসদ
সদস্য
মহোদয়দের সহযোগীতায় এবং
বিদ্যালয়ের নবগঠিত
কমিটির
সবাইকে
সাথে
নিয়ে
বিদ্যালয়ের শি¶ার মান সহ
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন
করতে
পারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন