বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

মনোহরদীতে গরু ধান খেত খাওয়ায় সন্ত্রাসী হামলা ---- আহত ৪, এক বিঘা ফসলী ধানক্ষেত কেটে সাবার


নজরুল হোসেন, নরসিংদী সংবাদদাতাঃ

 নরসিংদীর মনোহরদীতে গরু ধান খেত খাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৪ ব্যাক্তি আহত সহ এক বিঘা ফসলী ধানক্ষেত কেটে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, শুক্রবার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের শিমুলিয়া কান্দি গ্রামে।
এলাকা বাসী জানিয়েছে,
শিমুলিয়া কান্দি গ্রামের মৃত আ. মন্নাস মিয়ার পুত্র আলমের গরু একই ইউনিয়নের নয়ানগর গ্রামের আঙ্গুর মিয়ার ধান জমির কিছু ধান গাছ খেয়ে ফেলে, এতে আঙ্গুর মিয়া গরুটি তার বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আলম মিয়া বাঁধা প্রদান করলে আঙ্গুর মিয়ার বাড়ী থেকে ১০/১৫ জনের একটি দল দেশীয় অ¯্র নিয়েএসে আলম মিয়ার বাড়ীতে হামলা চালায় এতে আলম, দুলালসহ চার ব্যাক্তি আহত হয়। আহতদের চিকিৎসার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আঙ্গুর বাহিনী এতে ও খান্ত না হয়ে রাতের অন্ধকারে আলম মিয়ার ১ বিঘা ফসলী ধান গাছ কেটে সাবার করে দিয়েছে। এ ব্যাপারে মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন