মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

পলাশে ভারি বর্ষনে বোরো ধানের ব্যাপক ক্ষতি



পলাশ (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর পলাশ উপজেলায় উঠতি বোরো ধানের গত কয়েকদিনের অবিরাম ভারি বর্ষনে প্রায় ১০০ হেক্টর জমির আধা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। অবিরাম বর্ষনে ধান তলিয়ে যাওয়ায় তাদের আশা এখন হতাশায় রূপ নিয়েছে।
সরেজমিনে দেখা যায়,
উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া বিলে, ভিরিন্দা, কান্দাপাড়া, সান্তানপাড়া, জিনারদী ইউনিয়নের রাবান, কুড়াইতলী, কাটাবের, সাতটেকিয়া, ভূঞার বিল, চরসিন্দুর ইউনিয়নের মালিতা, চলনা, গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা, রামপুর, তালতলীসহ ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা, ভাগ্যেরপাড়া, দড়িহাওলাপাড়া, ভাগদীরবিল, দক্ষিণ পলাশ, ধলাদিয়া বিলে প্রায় ১০০ হেক্টর বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অধিকাংশ জমির ধান অতি বৃষ্টির কারণে পানির নিচে তলিয়ে গেছে। এ ব্যপারে পাইকসা গ্রামের কৃষক জামান মিয়া, দড়িহাওরাপাড়া গ্রামের কৃষক হালিম মোক্তার, মনরঞ্জন দাস, নূরুল হক, আমান উল্লাহ, ঘোড়াশালের কামাল বিল্লাল ও কমল দাস জানায়- এ বৎসর আগাম বর্ষনের কারনে বোরো ফসল ঘরে তোলার আগেই ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। আর কয়েকদিন পরেই ধান কাটার শুরু হওয়ার কথা। টানা বর্ষনের দরুণ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই বাধ্য হয়ে আধা পাঁকা ধানই কাটতে হচ্ছে।
পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, এ বছর পলাশ উপজেলায় মোট আবাদী জমির পরিমান ৪ হাজার ১০০ হেক্টর। এর মধ্যে ১ হাজার ৬৬ হেক্টর জমি নিচু এলাকায় থাকায় অতি বর্ষনে ধানের ক্ষতি হয়েছে। তবে যদি আরও বৃষ্টি হয় তবে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। তিনি আরও জানান, গত বুধবারের ঘূর্ণিঝড়ের তান্ডবে পলাশে ১০ হেক্টর কলাবাগান ন্ষ্ট হয়ে গেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন