মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

নরসিংদীর সাহেপ্রতাবে সুতা ও তুলার গুদামে ভয়াবহ আগুন


নরসিংদী সংবাদদাতাঃ 

নরসিংদীর সাহেপ্রতাব এলাকার অলিউল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েস্টেজ সুতা ও তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, ভোর পৌনে ৫টার দিকে পথচারীরা হঠাৎ ওয়েস্টেজ সুতা ও তুলার গুদামটিতে আগুনের ধোয়া দেখতে পান। তারা দমকল বাহিনীকে খবর দিলে নরসিংদীর দুটি, মাধবদীর দুটি ও শিবপুরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও এতে কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন