বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

নরসিংদীতে ট্রাক ও মটর সাইকেল সংঘর্ষে ২ জন নিহত

মোঃ নজরুল হোসেন, নরসিংদী সংবাদদাতাঃ

নরসিংদী ট্রাক ও মটর সাইকেল সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভাটপাড়া কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নরসিংদীর ঘোড়াশাল থেকে ৩ মটর সাইকেল আরোহী পাঁচদোনা আসছিল। মটর সাইকেলটি পাঁচদোনা-টঙ্গী মহা-সড়কের ভাটপাড়া কদমতলা এলাকায় পৌঁছলে  বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ মারা যায়।
এদিকে দুঘটনার পর
পর যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুঘটনা কবলিত মটরসাইকেলটি সড়কের উপর থেকে সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
মাদবধী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস বলেন, ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রন হারিয়ে যানবাহন দুইটি মুখোমুখি সংঘর্ষ বাধে। ওই সময় ৩ আরােহীসহ মটরসাইকেলটি ট্রাকে নিচে চলে যায়। এতে ঘটাস্থলেই দুই জন মারা যায়। তাদের বাড়ি লালমনির হাট জেলায়।
টর সাইকেল আরোহী নিহত হয়। গুরুতর আহত হয় আরও একজন। পরে আশপাশের লোকজন আহত ব্যাক্তিকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন