মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

পলাশে ব্যাতিক্রমী উদ্দ্যোগ ----- চার হাজার বই দিয়ে শুভ উদ্বোধন হল ডাঃ দিলিপ পাঠাগার




পলাশ সংবাদদাতাঃ
পলাশ শিল্পাঞ্চল বিশ্ব বিদ্যালয় কলেজে চার হাজার বই দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে ডাঃ দিলিপ পাঠাগার। আজ সোমবার বিকালে কলেজের অনার্স ভবনের একটি কক্ষে পাঠাগারটি শুভ উদ্বোধন করেন, নরসিংদী ২ আসনের সাংসদ আলহাজ¦ কামরুল আশরাফ খান পোটন। উদ্বোধন শেষে কলেজ মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ আবুল হোসেন খানের সভাপতিত্বে ,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান, অধ্যাপক ফজলুল হক, মধাবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিক, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, চরসিন্দুুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন প্রমুখ। পাঠগারটি সাবেক এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপের নিজেস্ব অর্থায়নে কলেজ বভনে নির্মাণ করা হয়। সভায় উপজেলার সকল বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন