![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCzPu_jM0BJTrMATA0LZvbR6jIA8wXKG98dZXo19gFSh9_-3CkQQqCqdpyoAUo7L_frIZLXHSR8M_LKqfiNij-QO_cp0iEKk1o5HJL_EVQvIT-r-E4VZqn3JMxchM4oB3y02p1RV0cHrA/s320/palash19.04.017.jpg)
পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের মাদক সম্রাট মিলনের স্ত্রী মমতাজ বেগম (বুডি)কে আজ বুধবার সকালে পলাশ থানার এ এসআই সোহেল রানা ইয়াবা সহ তাকে আটক করেন। জানা যায়, মাদক সম্রাট মিলন মারা যাওয়ার পর থেকেই মিলনের স্ত্রী বুডির নেতৃত্বে ঘোড়াশাল পৌর এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, বিয়ার, বিদেশী মদসহ মাদকের রমরমা ব্যবসা চলছে। ঘোড়াশাল পৌর এলাকায় বুডির নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট।
ওই সিন্ডিকেটই মাদক ব্যবসায়ী প্রতিনিধিদের কে নিয়ন্ত্রণ করে থাকে। অবশেষ আজ বুধবার সকালে ঘোড়াশাল এলাকা থেকে বুডিকে আটক করা হয়। আটককৃত মমতাজ বেগম (বুডি) ঘোড়াশাল খালিসারটেক এলাকার মৃত মিলন মিয়ার স্ত্রী। এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মাদক বিরোধী বিশেষ পুলিশী অভিযানে বুডিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুডির বিরুদ্ধে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন