রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

নরসিংদীর অর্ধশতাধিক গ্রামের আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে পানির নিচে



নরসিংদী সংবাদদাতাঃ
উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নরসিংদীর মেঘনা তীরবর্তী চরাঞ্চলে বোরো ধান তলিয়ে যেতে শুরু করেছে। গত ৩ দিনে মেঘনায় ৬৮ সেমি. পানি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় রায়পুরার চানপুর, পাড়াতলী, বাঁশগাড়ী, চরমধুয়া, নিলক্ষা ও শ্রীনগর এলাকার কমবেশী ১০০০ হেক্টর জমির আধাপাকা বোরো ধান, মিষ্টি আলু, বাদাম ক্ষেত এবং মরিচ ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। চানপুর এলাকার লোকজন জানিয়েছে এলাকার সদাগরকান্দী, কুড়েরপাড়, মোহিনীপুর, মজিদপুর, সুজাতপুর, কালিকাপুর, বগডহরিয়া, চানপুর ও মাঝেরচর এলাকার আধাকাঁচা আধাপাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। অভিজ্ঞ কৃষকরা জানিয়েছে,

মাধবদীর হোটেল ওয়েস্টার্নে অভিযান ॥ ৬০ হাজার টাকা জড়িমানা আদায়



নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মধাবদী বাসস্ট্যান্ডে অবস্থিত হোটেল ওয়েস্টার্নে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় হোটেলে অনৈতিক কাজে জড়িত একাধিক খদ্দেরসহ পতিতাকে পাওয়া যায়। এছাড়া হোটেলের কোনো প্রকার কাগজপত্র না থাকায় হোটেলের মালিককে ৩০ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়। এছাড়া পাঁচদোনা এলাকায় কোনো প্রকার

নরসিংদীর মাধবদী জজ ভূইয়া গ্রুপের গ্যাস বিল বকেয়া, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন



নরসিংদী সংবাদদাতাঃ

নরসিংদীর মাধবদী নওয়া পাড়া জজ ভূইয়া গ্রুপের দুইটি ইউনিটের ০৪ মাসের গ্যাস বকেয়া বিল প্রায় ৪ কোটি টাকা পরিশোধ না করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে মিটার অপসারণ করে নিয়ে আসে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। চিনিশপুর তিতাস গ্যাস আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ তওহিদুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন। জজ ভূইয়া গ্রুপের গ্যাস বিচ্ছিন্ন ইউনিটের মধ্যে রয়েছে। জজ ভূইয়া টেক্সটাইল মিলস, মাহিদা এপালেন্স লিঃ। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় দায়িত্ব প্রাপ্ত আনসার সোহেল রানা, ফাইজ উদ্দিন বাধা দেওয়ার চেষ্টা করে।

স্বপ্নের আহবান ------------------- তাজুল ইসলাম (হানিফ)



স্বপ্নের আহবান
তাজুল ইসলাম (হানিফ)

হে ছাত্র আমি তোমাকেই বলছি,
তুমি কি শুধু প্রেমিকার সান্নিধ্যই নিতে চাও ?
আর প্রেমিকা ! তুমি ? তুমি ও কি ঠিক তাই চাও ?
তোমাদের ভাবনার জগতে আসে কি, মস্ত বড় মানুষ হওয়ার ?
তাহলে আজি-ই ক্লাস শেষে চলে এসো গ্রুপ স্টাডি করতে ?
বিশাল মন পেতে চল সমুদ্রের পাড়ে
আরে না-না তোমার ক্যাম্পাসকে ভুলতে বলেনি,
আমি বলেছি ক্যাম্পাসের পাশাপাশি বৃক্ষের কাছে যেও,

দাম দিয়ে কেনা বাংলাদেশ ! ----------- তাজুল ইসলাম (হানিফ)







                      
তাজুল ইসলাম (হানিফ):- তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়  ?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?

কবি শামসুর রাহমান এর মতো আমারও বলতে ইচ্ছা করে “তোমাকে পাওয়ার জন্যে, হে বাংলাদেশ, তোমাকে পাওয়ার জন্যে লক্ষ-লক্ষ তাজা প্রাণ ঝড়ে গেছে, পঙ্গুত্ববরণ করেছে আমার ভাই, মা-বোনদের সমভ্রমহানি করেছে ঐ হানাদার বাহিনীরদল, মেধাশুন্য করেছে জাতিকে।

শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭

পলাশের সবুজ ছাতা হেলথ কেয়ার লিমিটেডে নিয়োগ -- বেতন ১২ হাজার টাকা

পলাশের সবুজ ছাতা হেলথ কেয়ার লিমিটেডে নিয়োগ -- বেতন ১২ হাজার টাকা

নরসিংদীর মনোহরদী পৌর মেয়রের বড় ভাই মামুন গাজা ও ইয়াবাসহ গ্রেফতার

মনোহরদী সংবাদদাতাঃ

নরসিংদী মনোহরদী পৌরসভার মেয়রের ভাই মামুনুর রশিদ মামুন গাজাসহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বুধবার বিকেলে তাকে মনোহরদী পৌর এলাকার হেকিম বাড়ির উত্তর পাশে একটি নির্জন বাশ ঝাড়ের ভিতর থেকে ইয়াবা সেবন কালে অপর এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ১০০ গ্রাম গাজা পাওয়া যায় বলে জনিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

পলাশের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে নতুন ঘর পেলেন অসহায় রেহেনা বেগম



পলাশ সংবাদদাতাঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুবতি কি মানুষ পেতে পারে না? এই মহান উক্তিটি নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ উপজেলা কমিটি। তেমনি এক অসহায় ব্যাক্তির পাশে দাড়ালেন এই মানবাধিকার সংস্থা।  পলাশ উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পলাশ বালুচর পাড়া এলাকার অসহায় রেহেনা বেগমের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিলেন সংস্থাটি। আজ বৃহস্পতিবার বিকালে নতুন ঘরটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটর কেন্দ্রীয় সহ সভাপতি শফিকুল ইসলাম রিপন। এসময় উপস্থিত ছিলেন

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

পলাশে মা সমাবেশ




পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো‘ এই শ্লোগানকে সামনে রেখে পলাশে পালন করা হয়েছে মা সমাবেশ। আজ মঙ্গলবার বিকালে পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্দ্যোগে উপজেলার খানেপুর উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নরসিংদীতে ঘূর্ণিঝড়ে সরকারি মৎস্য খামারের ব্যাপক ক্ষতি




নরসিংদী সংবাদদাতাঃ
 গত বুধবার সন্ধ্যায় প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নরসিংদী সদর উপজেলার বাগহাটা সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খামার ব্যবস্থাপক বিচিত্র কুমার সরকার জানান প্রবল ঘূর্ণিঝড়ে গাছের ডাল ভেঙ্গে বৈদ্যুতিক তারের উপর পড়ে তার ছিড়ে যায় ও থ্রি-ফেজ ট্রান্সফর্মারের পোল ফেজ পুড়ে বিদ্যুৎ সংযোগ

পলাশে ভারি বর্ষনে বোরো ধানের ব্যাপক ক্ষতি



পলাশ (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর পলাশ উপজেলায় উঠতি বোরো ধানের গত কয়েকদিনের অবিরাম ভারি বর্ষনে প্রায় ১০০ হেক্টর জমির আধা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। অবিরাম বর্ষনে ধান তলিয়ে যাওয়ায় তাদের আশা এখন হতাশায় রূপ নিয়েছে।
সরেজমিনে দেখা যায়,

নরসিংদীর সাহেপ্রতাবে সুতা ও তুলার গুদামে ভয়াবহ আগুন


নরসিংদী সংবাদদাতাঃ 

নরসিংদীর সাহেপ্রতাব এলাকার অলিউল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েস্টেজ সুতা ও তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

রায়পুরায় ভাবীকে কুপিয়ে হত্যা করেছে দেবর

রায়পুরা প্রতিনিধি: 
রায়পুরায় চার সন্তানের জননী বড় ভাবী ফাতেমা (৩৫))কে কুপিয়ে হত্যা করলো পাষন্ড দেবর মো. মাসুম মিয়া। ঘটনার পর দেবর মাসুম এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে।
গতকাল রবিবার দুপুর আনুমানিক সোয়া একটায় উপজেলার পলাশতলী ইউনিয়নের খলিলাবাদ

রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭

পলাশে কাল বৈশাখী ঝড়ে খোলা আকাশের নিচে শতাধিক পরিবার



পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
পলাশ উপজেলায় গত বুধবার ঘটে যাওয়া কাল বৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। ঝড়ের তান্ডবে অধিকাংশ ঘরের চাল খুলে উড়ে যাওয়ায় এই দুরবস্থার সৃষ্টি হয়। এদিকে ঘর মেরামতে এখনো কোন সরকারি সহযোগীতা না পেয়ে অনেকটা মানবেতর জীবন পার করতে হচ্ছে তাদের। এছাড়া ঝড়ের পর থেকে টানা বাড়ি বর্ষণে মরার উপর

শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

পলাশ খানেপুর উচ্চ বিদ্যালয় সিসি ক্যামেরার অন্তরভুক্ত


আল-আমিন মিয়া, নিজ¯^ প্রতিবেদকঃ
নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি করার জন্য ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে বিদ্যালয় পরিচালনা পরিষদের কমিটি। শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে খানেপুর উচ্চ বিদ্যালয়কে সিসি ক্যামেরার অন্তরভুক্ত করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আল-মুজাহিদ হোসেন তুষারের পক্ষ থেকে বিশেষ বাস সার্ভিস চালু করা

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

ঘোড়াশালে কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি - রিজেন্ট এনার্জি পাওয়া প্লান্টের বিদুৎ উৎপাদন বন্ধ


পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় কালবৈশাখী ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক বসত বাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক কোটি টাকার সম্পদ। এছাড়া ঘরবাড়ি ভেঙে পড়ে আহত হয়েছে বেশ কয়েকজন। গত বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া ঝড়ে এসব ক্ষয়ক্ষতির মুখে পড়ে পৌরবাসী। এছাড়া ঝড় ও বজ্রপাতে পলাশ গড়পাড়া এলাকায় অবস্থিত রিজেন্ট এনার্জি পাওয়ার প্লান্টের বিদুৎ উৎপাদন সহায়ক দুটি এল.এ নামক মেশিন ভেঙে যাওয়ায়

পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের সুস্থ্যতা কামণা করে দোয়া মোনাজাত



পলাশ সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের সুস্থ্যতা কামণা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশ ওয়াপদা এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এই দোয়া মোনাজাতটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ শাখা কমিটির আয়োজিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন,

বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

পলাশে মাদক সম্রাট বুডি ইয়াবা সহ আটক

 




পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের মাদক সম্রাট মিলনের স্ত্রী মমতাজ বেগম (বুডি)কে আজ বুধবার সকালে পলাশ থানার এ এসআই সোহেল রানা ইয়াবা সহ তাকে আটক করেন। জানা যায়, মাদক সম্রাট মিলন মারা যাওয়ার পর থেকেই মিলনের স্ত্রী বুডির নেতৃত্বে ঘোড়াশাল পৌর এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, বিয়ার, বিদেশী মদসহ মাদকের রমরমা ব্যবসা চলছে।  ঘোড়াশাল পৌর এলাকায় বুডির নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট।

বন্ধ হয়ে গেল ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন




পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ

আবারো বন্ধ হয়ে গেল দেশের বৃহত্তর ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন। গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কারখানায় দুটির গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তে সোমবার রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় পেট্টোবাংলা। এরপর থেকে ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ সার কারখানার অ্যাডমিন সেলিম সহিদী। জানা যায়, গত বছর টানা ৯মাস ঘোড়াশাল ও পলাশ সার কারখানা দুটিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর ডিসেম্বরে উৎপাদনে যায় কারখানা দুটি। গ্যাস সরবরাহের মাত্র ৪ মাসের মাথায় আবারো গ্যাসের অভাবে বন্ধ হয়ে যায় কারখানা দুটির উৎপাদন।

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

পলাশে মানবাধিকার সংস্থার নতুন অফিস উদ্বোধন





পলাশ সংবাদদাতাঃ
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির নরসিংদীর পলাশ উপজেলা শাখা কমিটির নতুন অফিস উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ওয়াপদা নতুন বাজার এলাকায় অবস্থিত অফিসটি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন,
সংস্থার উপদেষ্ঠা জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রফেস্যার কামরুল ইসলাম গাজী। উদ্বোধন শেষে মানবাধিকার অফিসে সংস্থার সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক নূরে-আলম রনীর পরিচালনায়

ঘোড়াশাল বেদে পল্লিতে মাদকের রমরমা ব্যবসা




নিজস্ব প্রতিবেদক, পলাশ

ঘোড়াশাল পৌরসভার পাশে বেদে পল্লিতে চলছে রমরমা মাদক ব্যবসা। স্থানীয় একটি সূত্র জানায়, সব ধরনের অপরাধের স্বর্গ রাজ্য হচ্ছে ঘোড়াশাল বেদে পল্লী। র্দীঘ দিন ধরে এখানে রমরমা মাদক ব্যবসা ও  পতিতা ভিত্তিক ব্যবসা করে আসছে বাবুল বাইদ্দা। স্থানীয় প্রশাসন ও রাজনিতিক ব্যক্তিদের ম্যানেজ করে এই ব্যাবসা পরিচালনা করে আসছে বলে নাম প্রকাশ না করার সত্তে এক বাসিন্ধা জানান।

পলাশে ব্যাতিক্রমী উদ্দ্যোগ ----- চার হাজার বই দিয়ে শুভ উদ্বোধন হল ডাঃ দিলিপ পাঠাগার




পলাশ সংবাদদাতাঃ
পলাশ শিল্পাঞ্চল বিশ্ব বিদ্যালয় কলেজে চার হাজার বই দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে ডাঃ দিলিপ পাঠাগার। আজ সোমবার বিকালে কলেজের অনার্স ভবনের একটি কক্ষে পাঠাগারটি শুভ উদ্বোধন করেন, নরসিংদী ২ আসনের সাংসদ আলহাজ¦ কামরুল আশরাফ খান পোটন। উদ্বোধন শেষে কলেজ মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ আবুল হোসেন খানের সভাপতিত্বে ,

পলাশে কোটি টাকা নিয়ে সমিতি লাপাত্তা ------- অধিক মুনাফার ফাঁদে পড়ে সর্বশান্ত পাঁচ শতাধিক গ্রাহক



পলাশ ( নরসিংদী) সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশে নামমাত্র সঞ্চয়ের বিপরীতে মোটা অংকের টাকা ঋণ প্রদান ও অধিক মুনাফা অর্জনের ফাঁদে ফেলে পাঁচ শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ক্যানভাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিন লিঃ নামে একটি সমিতি। ঋণ ও অধিক মুনাফা অর্জনের আশায় ধার-দেনা করে সঞ্চয়, এফডিয়ার হিসেবে টাকা জমা দিয়ে গ্রাহকরা চরম বেকায়দায় পড়েছেন। শুধু তাই নয়, সমিতিটির দায়িত্বরত কর্মকর্তারা পালিয়ে যাওয়ার খবরে কেউ কেউ অসুস্থও হয়ে পড়েছেন। এ ঘটনা এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

পলাশে উৎসব মুখর পরিবেশে ঘুড়ি উৎসব পালিত








পলাশ সংবাদদাতাঃ

চৈত্রসংক্রান্তির বাংলা ১৪২৩ সালকে বিদায় জানাতে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে ঘুড়ি উৎসব। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন শ্রেণী পেষার মানুষ রঙ বেরঙের ঘুড়ি নিয়ে উপজেলা শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে ঘুড়ি উৎসব পালন করে

ঘোড়াশালে কিশোরী হত্যার রহস্য উন্মোচন। আটক ২




পলাশ সংবাদদাতাঃ
ঘোড়াশালে কিশোরী মনিরা হত্যা কাণ্ডের রহস্য উন্মেচন করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের সাথে জড়িত হৃদয় ও নরুল ইসলাম নামে দুই আসামীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য তুলে ধরেন। এসময় তিনি জানান, নিহত মনিরার সাথে আটককৃত হৃদয়ের প্রেমের সম্পর্ক ছিল। তার সাথে প্রেম সম্পর্ক চলাকালীন মনিরা আরো  একাধিক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

নরসিংদীতে ট্রাক ও মটর সাইকেল সংঘর্ষে ২ জন নিহত

মোঃ নজরুল হোসেন, নরসিংদী সংবাদদাতাঃ

নরসিংদী ট্রাক ও মটর সাইকেল সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভাটপাড়া কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নরসিংদীর ঘোড়াশাল থেকে ৩ মটর সাইকেল আরোহী পাঁচদোনা আসছিল। মটর সাইকেলটি পাঁচদোনা-টঙ্গী মহা-সড়কের ভাটপাড়া কদমতলা এলাকায় পৌঁছলে  বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ মারা যায়।
এদিকে দুঘটনার পর

আজ পলাশে নববর্ষ ঘিরে ঘুড়ি উৎসব




পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
বাংলা নববর্ষকে বরণ করতে নানা আয়োজনের পাশাপশি বাঙ্গালীর ঐতিহ্য ঘুড়ি উড়ানো উৎসবের আয়োজন করেছে পলাশ উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় পলাশ উপজেলা মাঠ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে এই ঘুড়ি উৎসবটি

বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

নরসিংদী জেলা যুবলীগের সম্মেলন: আসবে নতুন মুখ, নাকি থাকবেন পুরাতনরাই!

নজরুল হোসেন, নরসিংদী সংবাদদাতাঃ

জেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নরসিংদী। আগামী ৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী জেলা যুবলীগের সম্মেলন। আর এ সম্মেলনকে ঘিরে সরগরম হয়ে উঠছে নরসিংদীর রাজনৈতিক অঙ্গন। জেলার সর্বত্রই আলোচনার ঝড় বইছে যুবলীগের অভিভাবক কে হচ্ছেন। নতুন মুখ আসবেন, নাকি পুরাতনরাই থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সবজায়গায় হচ্ছে ব্যপক প্রচার প্রচারনা।

এ আলোচনা শুধু আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ নয়, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আলোচনা ও কৌতূহলের ঝড় বইছে। তবে বিতর্কিত নেতাদের বাদ দিয়ে ত্যাগী ও নির্লোভ নেতাকর্মীদের সমন্বয়ে যুব লীগের কমিটি গঠনের দাবি জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

মনোহরদীতে গরু ধান খেত খাওয়ায় সন্ত্রাসী হামলা ---- আহত ৪, এক বিঘা ফসলী ধানক্ষেত কেটে সাবার


নজরুল হোসেন, নরসিংদী সংবাদদাতাঃ

 নরসিংদীর মনোহরদীতে গরু ধান খেত খাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৪ ব্যাক্তি আহত সহ এক বিঘা ফসলী ধানক্ষেত কেটে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, শুক্রবার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের শিমুলিয়া কান্দি গ্রামে।
এলাকা বাসী জানিয়েছে,

নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী



নরসিংদী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন। বুধবার সকালে গণভবনে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় গনভবনে আরো উপস্থিত ছিলেন,

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ মাধবদীতে ২ মাদক বিক্রেতা আটক






ঔষধের নামে নেশা করে নেশাগ্রস্ত হয়ে দেশও জাতীকে ধ্বংস কারার ৪৫ পিছ ফেন্সিডিল ও বহনকারী প্রাইভেট কারসহ দু’মাদক ব্যবসায়ীকে গতকাল ১০ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মাধবদী পৌর শহরের শীতলাবাড়ি মোড় এলাকা থেকে মধাবদী থানা পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা গেছে,

পহেলা বৈশাখের আনন্দে ভাসছে পলাশ সবার মাঝে এখন ঘুড়ি উৎসবের প্রস্তুতি


আল-আমিন মিয়া,নিজ¯^ প্রতিবেদকঃ
আধার কেটে গেছে। পূবের আকাশে উঁকি দিচ্ছে নতুন সূর্য্য। যেন একটি নতুন সকালের অপেক্ষা। সেই অপেক্ষারও অবসান হচ্ছে আর মাত্র দুই দিন পর। বাঙালীর সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। সবার দৃষ্টি এখন বৈশাখী উৎসবকে ঘিরে। তাই সারাদেশের ন্যায় উৎসবের আমেজে ভাসছে নরসিংদীর পলাশ উপজেলাও। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও

সোমবার, ১০ এপ্রিল, ২০১৭

পলাশে মোবাইল এয়ারটেল নেটওয়ার্ক বিরাম্বনায় গ্রাহক ভোগান্তিতে



 



পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় চরম
ভাবে দেখা দিয়ে এয়ারটেল নেটওয়ার্ক বিরাম্বনা। ফলে হাজারো মোবাইল ফোন ব্যবহারকারী চরম ভাবে ভোগান্তির ¯সীকার হচ্ছে। দিনে কিং বা রাতের অধিকাংশ সময় ফোনে নেটওয়ার্ক না পেয়ে দুরবর্তী আত্মীয় সজন ও ব্যবসা বানিজ্যে যোগাযোগে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পলাশ নতুন বাজার এলাকার এয়ারটেল নেটওয়ার্ক ব্যবহারকারী নূরে- আলম রনী জানান, এয়ারটেল চরম ভাবে ভোগান্তি করছে

নরসিংদীর চরাঞ্চলে বাঙ্গির বাম্পার ফলন





মোঃ নজরুল হোসেন, নরসিংদী সংবাদদাতাঃ
গ্রীষ্মের দাবদাহে যখন প্রাণ অতিষ্ট, খুঁজে ফিরে একটু ¯^স্তির নিঃশ্বাস সেই সময় একটু বাঙ্গি প্রাণে এনে দেয় প্রশান্তি। দূর করে শরীরের ক্লান্তি। গ্রীষ্মের অন্যতম ফলগুলোর মধ্যে বাঙ্গি একটি অন্যতম ফল। আর বাঙ্গি চাষে প্রসিদ্ধ হয়ে উঠছে নরসিংদীর চরাঞ্চল। চরাঞ্চলের বাঙ্গি আকারে বড়, দেখতে সুন্দর ও ¯^াদে অনন্য হওয়ায় রাজধানীসহ আশপাশের অঞ্চলে ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে। অল্প শ্রম ও সল্প খরচে অধিক লাভবান হওয়ায় প্রতি বছরই চরাঞ্চলে বাড়ছে বাঙ্গির চাষ। ফলে সৃষ্টি হচ্ছে মৌসুমী কর্মসংস্থানের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়,

রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সাংবাদিক ও নরসিংদীর তাজা খবর পরিবারের আল-আমিন মিয়ার লেখা আজ আপন ও পর সম্পর্কে কিছু কথা।



আপন এবং পর সম্পর্ক কেমন?
চলেন তার কিছু কথা পড়ে আসি!
আপন, পর সম্পর্ক হলো, ঠিক যেমন হাঁস ও মুরগির মাঝে থাকে।
জানি আপনারা অবশ্যই ভাবছেন যে, হাস ও মুরগির সম্পর্কের মতো আবার মানুষের আপন এবং পর সম্পর্ক এটা কেমন কথা?
একটু অপে¶া করেন এবং কষ্ট হলেও আমার লেখাগুলো পড়ে আসেন।
তাহলেই আশা করি, আপনারা খুব সহজেই আমার লেখা বা কথার মানে বুঝবেন।

পলাশে মরহুম এড. রশিদুজ্জামানের সরণ সভা অনুষ্ঠিত




পলাশ প্রতিনিধিঃ
জাতীয় মৎসজীবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নরসিংদী ২ পলাশ আসনের সাবেক এমপি‘ প্রার্থী মরহুম এড. রশিদুজ্জামান ভূইয়ার সরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা জাতীয় ছাত্র সমাজের আয়োজনে উপজেলার শ্রম-কল্যাণ মিলনায়তনে ¯সরণ সভা ও দোয়া মোনাজাতটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ

শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

ঘোড়াশালে অজ্ঞাত কিশোরীর লাশের পরিচয় পাওয়া গেছে





পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
ঘোড়াশালে শীতলক্ষা নদীর ঘোড়াশাল বাজার ঘাটের কাছ থেকে উদ্ধার করা অজ্ঞাত কিশোরীর লাশের পরিচয় পাওয়া গেছে। এ বিষয়ে ঘোড়াশাল পুলিশ ফাড়ির পরিদর্শক গোলাম মোস্তফা জানান, অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করেছে তার মা নাসিমা বেগম। মেয়েটি ঘোড়াশাল
পৌরএলাকার চামড়াব গ্রামের জয়নদ্দিনের মেয়ে মনিরা (১২)। সে তার অন্ধ বাবা ও মাকে নিয়ে পৌরএলাকার উত্তর মিয়াপাড়া নাসিরের বাড়িতে ভাড়া থাকত। মেয়েটি বাস ষ্টেশন সংলগ্ন হালিমের ভাঙ্গারী দোকানে কাজ করত। মেয়েটির মা জানান,

শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭

পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ে তৃতীয় বারের মতো সভাপতি হলেন আব্দুল আলী ভূইয়া



পলাশ সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশ উপজেলার পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি পদে তৃতীয় বারের মতো নির্বাচিত হলেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূইয়া। বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিবাবক, শিক্ষকরা জানান, আব্দুল আলী ভূইয়া দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের অনেক পরিবর্তন হয়েছে। বেড়েছে শিক্ষার মান শিক্ষার্থীর সংখ্যা, একসময় বিদ্যালয়ের শৃংখলা ছিল না, যোগ্য নেতৃত্ব না থাকায় বিদ্যালয়ের অনেক জমি ভূমি দখলদারদের কবলে চলে গিয়ে ছিল। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে সেই সমস্ত জমি পূণরায় স্কুলের আওয়াত এসেছে। ছাড়া বিদ্যালয়ের আয় ব্যায়ের হিসাব, শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরে আনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  বিষেয়ে নির্বাচিত সভাপতি আব্দুল আলী ভূইয়া পলাশের তাজা খবরকে জানান,

নরসিংদীতে ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দিতে জেলা পুলিশের মসজিদে মসজিদে সচেতনতামূলক লিফলেট বিতরন



মোঃ নজরুল হোসেন, নরসিংদী সংবাদদাতাঃ

 নরসিংদীতে ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দিতে জেলা পুলিশের পক্ষ থেকে মসজিদে মসজিদে প্রচারণামূলক লিফলেট বিতরন করা হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজে পূর্বে মুসুল্লিদের মাঝে এই লিফলেট বিলি করা হয়। নাম পরিচয় গোপন করে কেউ যেন জঙ্গি ও অপরাধমূলক কর্মকান্ড করতে না পারে সেজন্য ভাড়াটিয়াদের তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার সরকারী নির্দেশনা বাস্তবায়ন ত্বরাšি^ত করতে নরসিংদী জেলা পুলিশ এই উদ্যেগ নিয়েছে। এই উদ্যেগ কে ¯^াগত জানিয়েছেন নরসিংদীর বাড়ির মালিক ও সুধিজনরা।
কমিউনিটি পুলিশের নরসিংদীর জেলার সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন, সমাজের সজাগ সচেতন নাগরিক হিসেবে এই উদ্যোগ কে শুধু ¯^াগত জানানো নয় বাস্তবায়ন করাও জরুরী। প্রত্যেক নাগরিকের দেশের প্রতি দায়বদ্ধতা আছে। ব্যাক্তিগতভাবে, সামাজিকভাবে ও রাষ্ট্রীয়ভাবে যেভাবেই চিন্তা করি এই কার্যক্রম আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে।

নববর্ষকে ঘিরে নরসিংদীতে নির্ঘুম ব্যস্ততায় মৃৎশিল্পীরা




মোঃ নজরুল হোসেন, নরসিংদী সংবাদদাতাঃ
বাংলা নববর্ষকে ঘিরে নির্ঘুম ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর মৃৎশিল্পীরা । ১৪ এপ্রিল বাঙালির নববর্ষ। আর এ নববর্ষে জেলার বিভিন্ন দর্শনার্থী স্থানে বসে বর্ষবরণ মেলা। সেই মেলায় চাহিদা থাকে নানা রকমের খেলনা, মাটির জিনিসপত্রের। আর মেলাকে দৃষ্টিনন্দিত করতে মৃৎশিল্পীরা নিজের হাতে নিপুণ কারুকাজে মাটি দিয়ে তৈরি করেন শিশুদের জন্য রকমারি পুতুল, ফুলদানি, রকমারি ফল, হাড়ি, কড়াই, ব্যাংক, বাসন, থালা, বাটি, হাতি, ঘোড়া, বাঘ, টিয়া, ময়না, ময়ূর, মোরগ, খরগোশ, হাঁস, কলস, ঘটি, মুড়িভাজার ঝাঞ্জুর, চুলা, ফুলের টবসহ বিভিন্ন মাটির তৈজসপত্র।

পলাশে সড়ক দূর্ঘটনায় গৃহবধূ নিহত





পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়ায় মটর সাইকেল দূর্ঘটনায় নাজমিন নামে এক গৃহবধূ মারা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মধ্যপারুলিয়া এলাকার মৃত ফরহাদ দিয়ার ছেলে সুমন মিয়া তার ভাবিকে নিয়ে পলাশ থেকে নিজ বাড়িতে

বুধবার, ৫ এপ্রিল, ২০১৭

পলাশে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

 

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর পাশে শীতলক্ষ্যা নদীর তীরে ১৩ থেকে ১৪ বছরের অজ্ঞাত নামা এক কিশোরীর গলায় ওড়না পেচানো লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। বুধবার দুপুরে পলাশ থানার পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা ওই কিশোরীর লাশটি উদ্ধার করেন।

রবিবার, ২ এপ্রিল, ২০১৭

নরসিংদীতে পবিত্র কোরআন শরীফ অবমাননা করায় আলোকবালী এলাকাজুড়ে চাপা ক্ষোভ


নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাধনগর গ্রামে পবিত্র কোরআনকে অবমাননা করায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এর পরিপেক্ষিতে এলাকাবাসীসহ বিক্ষোভ ও দোষীদের শাস্তির দাবিতে নরসিংদী পুলিশ সুপারের নিকট স্মারক লিপি প্রদান করলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নি।

ঘোড়াশালে সরকারী ঘাটের জমি দখল করে স্যামরি ডাইংয়ের বর্জ্যশোধনাগার নির্মাণ।



পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ ঘোড়াশালে সরকারী জমিতে অবৈধভাবে বর্জ্যশোধনাগার (ইটিপি)নির্মাণ করছে স্যামরি ডাইং ফ্যাক্টরী। কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই ঘোড়াশাল পৌরএলাকার শীতলক্ষা নদী সংলগ্ন  ভূইয়ার ঘাটের জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করছে বর্জ্যশোধনাগার প্রকল্প। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়,ফ্যাক্টরীর উত্তর-পশ্চিমে অবৈধভাবে  শীতলক্ষা নদীর তীর ভরাট করে ও ঘাটের জায়গা অধিগ্রহণ করে নির্মিত হচ্ছে ইটিপি। এ বিষয়ে