বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

পলাশে কোমলমতি শিশুদের ইসলামিক আলোর পথ দেখাচ্ছে বুনিয়াদ ইসলামিক একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসা


পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
কোমলমতি শিশুদের ইসলামিক আলোর প
বুনিয়াদ ইসলামিক একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মুফতি রুবাইয়্যাত সাইফুল্লাহ বলেন, কোমলমতি শিশুদের শুদ্ধ আরবী অক্ষর জ্ঞান ও শুদ্ধ কোরআন তেলোয়াত শিক্ষা দেওয়ার জন্য আমার পিতা সাইফুল ইসলাম এই প্রতিষ্ঠানটি চালু করেন। আল্লাহর অশেষ রহমত যে প্রতিষ্ঠনটি কিছুটা হলেও সুনাম অর্জন করতে পেরেছে। তিনি আরো বলেন, আমরা কোমলমতি শিশুদের দক্ষ আলেম ওলামাদের দিয়ে শুদ্ধ কোরআন তেলোয়াত ও আরবী অক্ষর জ্ঞান শিক্ষা দিচ্ছি। প্রতিষ্ঠানটিতে আবাসীক সূব্যবস্থা রয়েছে। এতে করে শিক্ষকরা সার্বক্ষণিক শিক্ষার্থীদের তদারকি করতে পারছে।




থে নিয়ে আসার লক্ষে কাজ করে যাচ্ছে নরসিংদীর পলাশ উপজেলার ওয়পদা নতুনবাজার এলাকায় অবস্থিত বুনিয়াদ ইসলামিক একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসা। জানা যায়, ২০১৪ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি মাত্র ৮ জন শিক্ষার্থী নিয়ে শুরু করে এর যাত্রা। সার্বক্ষণিক তদারকি ও সুদক্ষ আলেম ওলামাদের দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত করায় স্থানীয় এলাকাবাসীর মনে ব্যাপক সাড়া জাগায় প্রতিষ্ঠানটি।  যার ফলে মাত্র ২ বছরের ব্যবদানে শিক্ষার্থীর সংখ্যা শতাধিক বেড়ে দাড়ায়। কোমলমতি শিশুদের আরবী অক্ষর জ্ঞান, ও শুদ্ধ কোরআন তেলোয়াত শিক্ষা সহ প্রতিষ্ঠানটিতে রয়েছে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণীর সাধারণ শিক্ষা ব্যবস্থা। অধিকাংশ অভিভাবকদের সাথে কথা বললে তারা জানান, মাদ্রাসাটি দক্ষতার সাথে ছেলে মেয়েদের শুদ্ধ আরবী ও কোরআন তেলোয়াত শিক্ষা দিচ্ছে। পলাশ বাজার এলাকার মিলন মিয়া বলেন, আমার ছোট ছেলে মাত্র একবছর হলো এই মাদ্রাসাটিতে আরবী শিক্ষা নিচ্ছে, সে এখন এতটাই শুদ্ধ আরবি অক্ষর পড়তে ও লিখতে পারছে যা আমার বড় ছেলে পাঁচ বছর যাবৎ অন্য একটি মাদ্রাসায় পড়ালেখা করে এতটা শুদ্ধ পাড়ছে না। একই কথা বলেন পলাশ নতুন বাজার এলাকার তারেক মিয়া, সাখাওয়াত হোসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন