মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে তিন ইউপি নির্বাচনে প্রতিক বরাদ্ব। উৎসব মুখর পরিবেশে
গত সোমবার ৮ ই মে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া,খিদিরপুর ও কৃষ্ণপুর
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ' লীগ পার্থী ৩ জন, বিএনপির বিদ্রহী ৫
জন,সতন্ত্র ১ জন ও অন্যান্য প্রার্থী সহ চেয়ারম্যান ১২ জন মোট সদস্য
সংখ্যা ১৪২ জন। সোমবার সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত নির্বাচন কমিশন
সকল পার্থীর হাতে প্রতীক তুলে দেন। চেয়ারম্যান পার্থীরা হলেন, নৌকা
প্রতীক আবদুল কাদির, মাহবুব মোর্শেদ ধানের শীষ, হাবীবুর রহমান হাতপাখা,
এমদাদুল হক আকন্দ নৌকা, শুক্কুর আলী মেম্বার ধানের শীষ, মো: ওসমান গনী
ঘোড়া, রুহুল আমিন হাতপাখা, মো: মাহবুবুর রহমান জামিল নৌকা, মো: জাকির
হোসেন ধানের শীষ, মো: বাকিউল ইসলাম ঘোড়া, রফিকুল ইসলাম হাতপাখা। গত
সোমবার পার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা
ও রিটার্নিং কর্মকর্তা মো: আলতাফ হোসেনের কার্যালয় থেকে নিজ নিজ হাতে
প্রতীক গ্রহন করেন। এই উপজেলায় ১২ টি ইউনিয়নের মাঝে ৯ টি ইউনিয়নের
নির্বাচন ১ বছর আগে অনুষ্ঠিত হলেও মেয়াদ শেষ না হওয়ায় ৩ টি ইউনিয়নে
নির্বাচন বাকী ছিল। নির্বাচন কমিশন চলতি মাসের ২৩ শে মে এই তিনটি
ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন