নরসিংদীপ্রতিনিধিঃ
নরসিংদীর গাবতলী এলাকায় সন্ধ্যান পাওয়া জঙ্গি আস্তানায় রোববার ( ২১ মে) সকালে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন র্যাব -১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেক উদ্দিন। তিনি জানান, ভেতরে ৫ থেকে ৬ জন জঙ্গি রয়েছে বলে ধারণা করা
হচ্ছে। তারা সবাই পুরুষ। রাতভর আইন শৃক্সখলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখবেন। র্যাব -১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হবে বলেও তিনি জানান। এর আগে জঙ্গি আস্তানার সন্দেহে শনিবার বিকাল থেকে নরসিংদী সদর থানার গাবতলী এলাকায় মাঈনুদ্দীন নামে মধ্যপ্রাচ্য প্রবাসী এক ব্যক্তির বাড়িটি ঘিরে রাখে র্যাব -১১ এর সদস্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন