রবিবার, ২১ মে, ২০১৭

নরসিংদীতে ৩ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী পৌর শহরেরে কাউরিয়াপাপড়া থেকে ৩ লক্ষ টাকা সমমূল্যের হেরোইন ও ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার গত শনিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন ও ১২০ পিস
নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা  হয়েছে। গ্রেফতারকৃত নারী ব্যবসায়ি আলেয়া (৪৮) পৌর শহরের আবু কালামের স্ত্রী। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় সদর মডেল থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাযের করেছে গোয়েন্দা পুলিশ। উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, গ্রেফতারকৃত আলেয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন