সোমবার, ২২ মে, ২০১৭

নরসিংদীতে বড় ভাই খুনের মামলা শেষ না হতেই ছোট ভাইকে কুপিয়ে হত্যা


নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
বাড়ি থেকে কর্মস্থলে যাবার পথে মনির হোসেন (২৪) নামে এক পাওয়ারলুম শ্রমিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। গত রবিবার রাতে নরসিংদী জেলা শহরের উত্তর সাটিরপাড়া মহল্লায় ডন টেক্সটাইল মিলের সামনে এই হত্যাকা-টি সংঘটিত হয়েছে। ২০১৪ সালে তার বড় ভাই জুয়েল মিয়াকে একই শহরে একই কায়দায় কুপিয়ে হত্যা করার আড়াই বছরের মাথায় ছোট ভাই মনিরকে হত্যা করলো সন্ত্রাসীরা। বড় ভাই জুয়েল হত্যাকা-টি এখনো বিচারাধীন রয়েছে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী জোবেদা বেগম ২০ বছর পূর্বে তার স্বামীর মৃত্যুর পর দুই পুত্র জুয়েল ও মনিরকে নিয়ে নরসিংদী শহরে এসে বসবাস করতে থাকে। মা জোবেদা মানুষের বাড়িতে ঝি’র কাজ করে জুয়েল ও মনির নামে দুই ভাইকে বড় করে তুলে। বড় হবার পর মনির একই এলাকার ডন টেক্সটাইল মিলে শ্রমিকের চাকুরি করে। আর মা জোবেদা বেগম অন্যের বাড়িতে ঝি’র কাজ করে জীবিকা নির্বাহ করে। গত রবিবার রাত ৯টায় মনির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তার কর্মস্থলে ডন টেক্সটাইল মিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। মনির মিলের সামনে যাওয়ার সাথে সাথেই পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত যখম করে রাস্তায় ফেলে চলে যায়। পরে ঘটনাক্রমে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। লাশ ময়না তদন্ত শেষে গতকাল সোমবার তার মার জোবেদার নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এদিকে বড় পুত্র জুয়েল হত্যাকা-ের বিচার শেষ না হতেই ছোট পুত্র মনিরকে হত্যা করার ঘটনায় মা জোবেদা বেগম এখন দিশেহারা হয়ে পড়েছে। পৃথিবীতে তার আর আপন বলতে কেউ নেই। জোবেদা বেগম এখন শুধুই একা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন