শনিবার, ২০ মে, ২০১৭

শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় ‘জঙ্গি’ সালাহ উদ্দিন




নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি র‌্যাব ঘিরে রেখেছে সেই বাড়িটি সম্প্রতি ভাড়া নিয়েছিল সালাউদ্দিন নামের এক ব্যক্তি। বাড়ি ভাড়া নেওয়ার সময় সে নিজেকে মাদ্রাসা শিক্ষক হিসাবে পরিচয় দেয়। তবে বাড়ি ভাড়া নেওয়ার সময় সে যেসব কাগজপত্র দিয়েছে সেগুলো ভুয়া বলে দাবি করেছে র‌্যাব। শনিবার বিকেল  থেকে নরসিংদীর সদর থানার গাবতলী এলাকার ওই বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বাড়িটিতে আগামীকাল রবিবার সকালে অভিযান পরিচালনা করা হবে বলে র‌্যাব জানায়।
র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেক উদ্দিন বলেন, ‘যে ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়েছিল, তার নাম সালাহ উদ্দিন। সে নিজেকে মাদ্রাসা শিক্ষক হিসাবে পরিচয় দিয়েছিল। তবে তার দেওয়া সব কাগজপত্র ভুয়া। সালাহ উদ্দিন তার আসল নাম কিনা তাও নিশ্চিত নই। জঙ্গিরা সবসময় ভুয়া নাম ও কাগজপত্র দিয়েই বাসা ভাড়া নেয়।’ মাদ্রাসা শিক্ষক বললেও সে কোন মাদ্রাসায় শিক্ষাকতা করে তা জানা যায়নি। তবে এক থেকে দেড়শ’ মিটার দূরে জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা নামে একটি মাদ্রাসা রয়েছে। র‌্যাব জানিয়েছে, পহেলা মে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা। বাড়িটিতে কয়েকজন জঙ্গি নিয়মিত থাকতো, আবার কেউ কেউ আসা যাওয়া করতো। এদিকে শনিবার বিকালে জাকারিয়া নামে বাড়িটির মালিকের এক ভাইকে আটক করেছে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন