নজরুল ইসলাম, নরসিংদী সংবাদদাতাঃ
জাতিসংঘ কর্তৃক ৪র্থ বারের মত ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর তত্ত্বাবধানে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০১৭’ পালিত হচ্ছে। উপলক্ষে ১৩ মে শনিবার সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মাধবদী ব্রাঞ্চ এর উদ্যোগে, গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট বিতরনসহ ‘গতি কমাও,জীবন বাচাঁও’ এই স্লোগানে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার শাহিন এর সভাপতিত্বে কর্মসূচীতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ সেলিম মিয়া, নরসিংদী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কর্মাস ইন্ডাষ্ট্রি এর পরিচালক আলহাজ্ব আনোয়ার হোসেন (কমিশনার), জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ও নরসিংদী সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মনির,মাধবদী সাংবাদিক সংস্থার সভাপতি ফজলুল হক মিলন, মাধবদী ক্লাব লিমিটেড এর সাংগঠনিক মোঃ আল-আমিন সরকার। কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাছেল মাহমুদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন