নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে শান্তিপূর্ণভাবে তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে তিন ইউনিয়ন খিদিরপুর,
চরমান্দালিয়া ও কৃষ্ণপুরে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সংর¶িত নারী সদস্য পদে ৩৯ জন ও সাধারণ সদস্য ৯২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তিন ইউনিয়নে মোট ভোটার ৪০ হাজার ৩৪০ জন। নির্বাচনে ৩৮৯ জন পুলিশ, ৫১২ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, প্রতি ইউনিয়নে ২ জন করে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃক্সখলা বাহিনী দায়িত্ব পালন করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন