সোমবার, ৮ মে, ২০১৭

পলাশে মে দিবসের শ্রমিক সমাবেশ


বায়েজিদ আহম্মেদ, পলাশ প্রতিনিধিঃ
জাতীয় শ্রমিকলীগ ঘোড়াশাল-পলাশ শিল্পাঞ্চলের উদ্যোগে আজ সোমবার বিকেলে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে মহান মে দিবসের এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিকলীগ ঘোড়াশাল-পলাশ অঞ্চলের সভাপতি আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। এ সময় বক্তব্য রাখেন পলাশের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা,  ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম সফি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, শ্রমিকলীগ ঘোড়াশাল-পলাশ অঞ্চলের সাধারণ সম্পাদক চন্দন কুমার চংদার, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ উপজেলা সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন