রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, চরবেলাব ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক, উপজেলা উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি কবি সাহিত্যিক ও সাংবাদিক মহসিন খন্দকারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে রায়পুরা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম শাহীনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রায়পুরা কলেজের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে প্রাক্তণ ছাত্র/ছাত্রী মিলন মেলা-২০১৭ আয়োজনকে ঘিরে পৌর
আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম শাহীন এবং পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জামাল মোল্লার মধ্যে বিরোধের জের হিসেবে জামাল মোল্লা সমর্থিত মহসিন খন্দকারের উপর গত ১১ মে এ হামলার ঘঁটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। এজাহারসূত্রে জানা যায়, গত বুধবার রাতে রায়পুরা থানায় পৌর আওয়ামী লীগের সভপতি মাহবুব আলম শাহীনকে প্রধান করে ৬ জনকে আসামী মহসিন খন্দকার বাদী হয়ে গত ১১ মে রায়পুরা থানায় অভিযোগ দাখিল করা হলেও ৬দিন পর অবশেষে মামলাটি রুজু হয়েছে।
রায়পুরা উপজেলা আওয়ামীলীগ ও পৌর মেয়র মো. জামাল মোল্লার নেতৃত্বাধীন অংশ দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে। মহসিন খোন্দাকারের হামলাকারী সন্ত্রাসী গ্রেফতারকৃত ২ আসামী নূরে আলম ও ফাইজ উদ্দিনকে রায়পুরা থানা পুলিশ ছেড়ে দেয়ায় এ বিক্ষোভ করেছে বলে জানা যায়। প্রতিবাদ ও বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, রায়পুরা পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র মো. জামাল মোল্লা প্রমূখ।
উল্লেখ্য গত ১১ মে বুধবার দুপুরে শ্রীরামপুর রেলগেইট এলাকায় শিক্ষক মহসিন খন্দকার এর উপর রায়পুরা কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন’র জের ধরে পৌরসভা আওয়ামীলীগ দুগ্রুপে বিভক্ত হয়ে পড়ে। রায়পুরা পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মো. জামাল মোল্লা সমর্থিত কবি ও শিক্ষক মহসিন খোন্দকার এর উপর সন্ত্রাসীদের হামলা হয়। এ হামলার ঘটনায় পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম শাহীন সহ ৬ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ দায়ের করা হলেও ২ আসামীকে ছেড়ে দেয় বলে বিক্ষোভকারীদের অভিযোগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন