মঙ্গলবার, ৯ মে, ২০১৭

মনোহরদীতে সরকারি শ্রমিক দিয়ে জমির ধান কাটালেন ইউপি সদস্য

মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
সরকারের ৪০ দিনের কর্মসূচীর শ্রমিক দিয়ে ওয়ার্ড মেম্বারের বোরো ধান কাটানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই কা-টি ঘটেছে। একই ওয়ার্ডের মেম্বার মো: বোরহান উদ্দিন এই কা-টি ঘটিয়েছেন।
জানা গেছে, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাঁচা রাস্তা মেরামতের জন্য প্রতি ৩ ওয়ার্ডে ৪৮ জন শ্রমিক কাজ করে থাকে। এসব শ্রমিকরা সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত কাজ করার কথা। কিন্তু মঙ্গলবার ২নং ওয়ার্ড মেম্বার মো. বোরহান উদ্দিন রাস্তার কাজ থেকে তুলে নিয়ে ২০ জন পুরুষ শ্রমিককে তার জমির বোরো ধান কাটার কাজে নিয়োগ করে। সেদিন বেলা ২টা পর্যন্ত ২০ জন শ্রমিক তার ধান কাটার কাজে নিয়োজিত ছিল।

এ ব্যাপারে হতদরিদ্র শ্রমিক আব্দুল বারিক, মিয়াজ উদ্দিন, মোস্তফা সাংবাদিকদের বলেন, বোরহান মেম্বার দেড় বিঘা জমির পাকা রোরো ধান নিয়ে বিপাকে পড়ায় আমরা কর্মসূচির কাজ রেখে ধান কাটতে গিয়েছি।
মেম্বার বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত-দরিদ্র শ্রমিকরা আমার বাড়িতে যত ঘন্টা কাজ করেছে তত ঘন্টা সময় তাদেরকে রাস্তায় বেশি কাজ করিয়ে দিবো। এ ব্যাপারে কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন কনকের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদেরকে বলেন, ঘটনাটি অত্যন্ত দু:খজনক। আমি বর্তমানে ঢাকায় আছি। এলাকায় এসে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহিদ উল্লাহ সাংবাদিকদেরকে জানিয়েছে, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন