বাইজিদ আহম্মেদ, পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন মহিলা আওয়ামীগের ত্রি বার্ষিক সম্মেলন আজ রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে মুখরিত হয়ে উঠে পুরো চরসিন্দুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ। দুপুর থেকেই ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মহিলা নেতৃবৃন্দরা শতশত সর্মথক নিয়ে সম্মেলনে যোগদান করেন
। চরসিন্দুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের আহবায়ক মাসুমা সুলতানা লিজার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ, চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আফরোজা দিলিপ, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার প্রমুখ। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে চরসিন্দুর ইউনিয়ন মহিলা আওয়ামীগের সভাপতি হিসেবে মাসুমা সুলতানা লিজা ও সাধারণ সম্পাদক পদে ফাতেমা বেগম দিপার নাম ঘোষণা করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন