বুধবার, ১০ মে, ২০১৭

শিবপুরে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি॥ বিষে ধুঁকছে এলাকাবাসী

 

মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
শিবপুরে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা বিষে ধঁকছে এলাকাবাসী। পরিত্যক্ত ব্যাটারী গলিয়ে সীসা তৈরী করা হচ্ছে চক্রটি। যার ফলে ওই এলাকার পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়েছে। কোন ধরণের অনুমতি ছাড়া গেপন ভাবে এই কার্যক্রম চলছে।
গত শনিবার রাতে শিবপুর উপজেলার সাধারচর এলাকার এমন একটি কারখানাতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযান চালিয়ে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরীর সময় হাতেনাতে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময়
৫৫০ কেজি সীসার প্লেট, গলানোর কাজে ব্যবহৃত ২১টি কড়াই ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, গাইবান্ধর সাঘাটা উপজেলার ভাংগাবাড়ি এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে নান্নু মিয়া (৩৮), গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকার আশরাফ আলীর ছেলে পলাশ মিয়া (৩৬), সাঘাটা উপজেলার চাকুলি এলাকার সোবহান বেপারির ছেলে খোরশেদ আলম (২২), বগুড়ার সোনাতলা উপজেলার মহব্বতের পাড়া এলাকার  শাহার আলির ছেলে শাহিন মিয়া (৩৫), শিবপুর উপজেলার সাধারচর এলাকার রাজু ভুইয়ার ছেলে রাকিব মিয়া (২১)। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, শিবপুরের সাধারচর এলাকায় অবৈধভাবে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে পরিত্যক্ত ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরী করছিল একটি অসাধুচক্র। কিছু মুনাফালোভী অসাধু মানুষকে সাথে নিয়ে গাইবান্ধার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি এই অবৈধ কাজ করতো। এলাকার গণ্যমান্য ও সচেতন মানুষের প্রতিবাদের মুখে কিছু দিন বন্ধ রাখে তারা তাদের কাজ। এর কিছুদিন পর তারা আবার ব্যাটারি গলানো শুরু করে। মানুষের চোখ ফাঁকি দিতে রাতের বেলা চলতো ব্যাটারি গলানোর কাজ। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এক পরিদর্শক জাকির হোসেনের ভরসায় পরিবেশের ক্ষতিসাধক এই অবৈধ কার্যক্রম করতো নজরুল। আর অতিরিক্ত মুনাফার লোভে এলাকার মানুষকে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে ব্যাটারি গলানোর জন্য নিজের বাড়ি ভাড়া দেন রাসেল। সে গ্রেফতারকৃত রাকিবের বড় ভাই। গোয়েন্দা পুলিশের অভিযান টের পেয়ে নজরুল ও রাসেল কৌশলে পালিয়ে যায়। পরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার গত সোমবার রাতে এই অবৈধ ব্যবসার শেয়ার ও  জায়গার মালিক রাসেলকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট আব্দুস সালাম সরকার বলেন, ব্যাটারী পুড়িয়ে সীসা তৈরীর বিষয়টি আমি অবগত নই। খোলা জায়গায় এসিডযুক্ত ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন করলে পরিবেশ ও মানব স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি সাধন করবে। নরসিংদীতে পরিবেশ অদিদপ্তর থেকে এ ধরণের কোন প্রতিষ্ঠানের অনুমতি দেয়া হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন