নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর জঙ্গি আস্তানার ভেতরে ৫ থেকে ৬ জন জঙ্গি রয়েছে বলে র্যাব নিশ্চিত হয়েছে। বাড়িটির চারদিকে র্যাব পুলিশের কড়া পাহারা বসানো হয়েছে। ঢাকা থেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হবে। শনিবার (২০ মে) বিকাল ৪টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে র্যাব-১১-এর একটি দল। জানা গেছে, নরসিংদী সদর থানার গাবতলী এলাকায় মাঈনুদ্দীন নামে মধ্যপ্রাচ্য প্রবাসী এক ব্যক্তির বাড়ি ওই আস্তানাটি। তার পরিবার আগে এই বাড়িতে থাকলেও গৃহকর্ত্রীর মৃত্যুর পর সবাই গ্রামে ফিরে গেছেন। তাদের গ্রামের বাড়ি জেলার রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামে। এরপর বাড়িটি একবার ভাড়া হলেও ৫/৬ মাস আগে সেই ভাড়াটিয়া চলে যায়। তারপর থেকে বাড়িটি ফাঁকাই ছিল। একমাস আগে কেয়ারটেকারের মাধ্যমে তা আবার ভাড়া দেওয়া হয়। র্যাবের এক কর্মকর্তা বলেন, ‘নির্মাণাধীন ভবনের নীচতলায় তিনটি কক্ষ রয়েছে। জঙ্গিরা তিনটি কক্ষেই রয়েছে। ভেতরে ৫ থেকে ৬ জন জঙ্গি রয়েছে বলে র্যাব নিশ্চিত হয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘ভেতরে কোনও নারী ও শিশু থাকার তথ্য পাইনি। সবাই ব্যাচেলর। আমরা অভিযানের বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন