![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPTCZl8KLZVMw3bdU70IGkWx9pbPIJ-lOQauoHqvt1IKBnzG07cnZDPXQXuB7ZfJXAXSobEMyqD-km0qzhwgNSH2rzKz2jl7sPF5CooVjYuBko1ivr24s6TvRSwqvr12PoDGe0-IjKUXE/s320/%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25B6-%25E0%25A7%25A7-1.jpg)
নরসিংদীর রায়পুরায় আক্তার হোসেন (৩০) নামে এক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার হাইরমারা মোড়ের নিজ দোকানের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্তার হোসেন উপজেলার হাইরমারা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও দড়িহাইরমারা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি সদস্য আক্তার হোসেন দুপুরে জোহর নামাজের পর বাসা থেকে বের হয়ে যান। পরে দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকেন। পরে হাইরমারা মোড়ের নিজ দোকানের ভেতরে তার লাশ ঝুলতে দেখা যায়। তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন