বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এসএম কাইয়ূমের বাড়ির সামনে ফাঁকাগুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় এক দল মুখোশধারী মোটরসাইকেল আরোহী তার বাড়ীর সামনে গিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে আতংক সৃষ্টি করেছে।
এই অভিযোগ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা এসএম কাইয়ুম নিজে। তিনি জানিয়েছেন,
সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার সময় তিনি নিজ বাড়ির আঙ্গিনায় ছিলেন। এ সময় ১০/১৫ জনের একদল মোটরসাইকেল আরোহী তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে অনবরত ফাঁকা গুলি বর্ষণ করতে থাকে। ঘটনার আকস্মিকতায় তিনি প্রথমে কিছুই বুঝতে পারেন নি। পরে তিনি ও তার বাড়ির লোকজন উঁকি দিয়ে দেখতে পান মুখোশধারী মোটরসাইকেল আরোহীরা ফাঁকা গুলি বর্ষণ করছে। মুহূর্তের মধ্যে তারা গুলি বর্ষণ করে চলে যায়। পরে জানা যায় যে, মুখোশধারীরা মোটরসাইকল আরোহীরা সারা শহর টহল দিচ্ছ্ েএবং কোথাও কোথাও গিয়ে ফাঁকা গুলি বর্ষণ করছে। কানু নামে অপর একজন আওয়ামী লীগ নেতার বাড়ির সামনেও তারা ফাঁকা গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ করেছে।
এ ব্যাপারে নরসিংদী সদর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, তার কাছে এমন ধরণের কোন তথ্য নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন