নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ফসলি জমিতে অবাদে চলছে বালু উত্তোলনের মহা-উৎসব। নিয়ম নীতির তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে দুলালপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। এছাড়া ট্রাক, ট্রলি ব্যবহার করে অবৈধভাবে বালু পরিবহন করায় উপজেলার প্রায় ৩০ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
সরেজমিনে দেখা গেছে, শিবপুর উপজেলায় দুলালপুর ইউনিয়নের মির্জাকান্দি, দত্তেরগাও, চন্ডিবরদী এলাকাসহ কয়েকটি গ্রামের ফসলি জমি ও বাড়ি তৈরির ভিটা, এমনকি কোথাও কোথাও বাড়ির পাশ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু । বালু উত্তোলনের ফলে আশেপাশের জমি গুলো বড়বড় গর্তে পরিনত হয়েছে। এতে করে হয়ে মারাত্মকভাবে নষ্ট হচ্ছে এলাকার ফসলি জমি, অপরদিকে এক এক করে ভিটেহারা হচ্ছেন ওই সব গ্রামের মানুষ। এলাবাসীর অভিযোগ স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘ ১০ বছর বছর যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এলাকার কিছু প্রভাবশালীরা।
দুলালপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার কৃষক আব্দুল রসিদ মিয়া জানান, বালু ব্যবসায়ীরা ফসলি জমি থেকে ইঞ্জিনচালিত মেশিন দিয়ে বালু উত্তোলন করে আশেপাশের জমির ফসল নষ্ট করছে। এসব বালু উত্তোলনে এলাকার রাস্তাঘাট ও বাড়ি-ঘর ভেঙে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে বালু উত্তোলনের ফলে যার জমি ভেঙে যাচ্ছে, তারাই আবার অল্প দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। দুলালপুর ইউপি চেয়ারম্যান মিঞা হোসেন নাজির বলেন, এলাকাবাসী আমার কাছে আবেদন জানালে আমি কিছু করতে পারি না। কারণ আমার তো আর পুলিশ নেই। এছাড়া এলাকাবাসী আবেদন নিয়ে আসলে আমি সুপারিশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছি।
শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা মনোয়ার জানান, আমরা একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করেছি। জরিমানাও আদায় করেছি, কিন্তু এলাকার কিছু প্রভাবশালী মহল আর জনগণের অসচেতনতার কারণে তা বন্ধ করা সম্ভব হচ্ছে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন