মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

মনোহরদীতে শান্তিপূর্ণভাবে চলছে তিন ইউপির ভোট




নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে শান্তিপূর্ণভাবে তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে তিন ইউনিয়ন খিদিরপুর,

সোমবার, ২২ মে, ২০১৭

পলাশে বিষ ঢেলে খামারের মুরগী মেরেছে দুর্বৃত্তরা


বায়েজিদ আহম্মেদ, পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে বিষ ঢেলে খামারের প্রায় পাঁচ শতাধিক মুরগীর বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে পলাশের বারারচর গ্রামে এ ঘটনা ঘটে।
খামারের মালিক আবুল বাসারের মা জানান, আমাদের বাড়ি থেকে প্রায় ৫’শ গজ দূরে দীর্ঘ ২০/২৫ বছর যাবৎ গরু ও মুরগীর খামার করে আসছি। কোনোদিন কোনো ক্ষতি হয়নি। এই খামারে একটি সেটে ১৫/২০ দিন হয় দুই হাজার তিন’শ বয়লার মুরগীর বাচ্চা তুলেছি। রবিবার সকালে আমার ছেলে আবুল বাসার খামারে গিয়ে দেখে মুরগীর বাচ্চা মরে গেছে। এই অবস্থা দেখে আশপাশের লোকজনকে ডেকে আনা হয়।

নরসিংদীতে বড় ভাই খুনের মামলা শেষ না হতেই ছোট ভাইকে কুপিয়ে হত্যা


নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
বাড়ি থেকে কর্মস্থলে যাবার পথে মনির হোসেন (২৪) নামে এক পাওয়ারলুম শ্রমিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। গত রবিবার রাতে নরসিংদী জেলা শহরের উত্তর সাটিরপাড়া মহল্লায় ডন টেক্সটাইল মিলের সামনে এই হত্যাকা-টি সংঘটিত হয়েছে। ২০১৪ সালে তার বড় ভাই জুয়েল মিয়াকে একই শহরে একই কায়দায় কুপিয়ে হত্যা করার আড়াই বছরের মাথায় ছোট ভাই মনিরকে হত্যা করলো সন্ত্রাসীরা। বড় ভাই জুয়েল হত্যাকা-টি এখনো বিচারাধীন রয়েছে।

পলাশে সামসুল হক হত্যা মামলায় স্বামী-স্ত্রী, সন্তানসহ ৭ জনকে মৃত্যুদণ্ড


বায়েজিদ  আহম্মেদ, পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নের চাঞ্চল্যকর সামসুল হক হত্যা মামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী সন্তানসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা উল্লেখ করেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের বাসিন্দা মইজ উদ্দিনের ছেলে আলেক মিয়া, তার স্ত্রী রূপবান, দুই ছেলে শরীফ ও আরিফ মিয়া, মহব্বত আলী মুন্সির ছেলে আব্দুল গাফফার, সিরাজ মিয়ার ছেলে মারফত আলী, ও মুল্লুক চাঁনের ছেলে তোতা মিয়া।

রবিবার, ২১ মে, ২০১৭

শিক্ষকের উপর হামলার ঘটনায় রায়পুরা পৌর আ’লীগের সভাপতির বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি: 
রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, চরবেলাব ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক, উপজেলা উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি কবি সাহিত্যিক ও সাংবাদিক মহসিন খন্দকারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে রায়পুরা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম শাহীনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রায়পুরা কলেজের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে প্রাক্তণ ছাত্র/ছাত্রী মিলন মেলা-২০১৭ আয়োজনকে ঘিরে পৌর

নরসিংদীতে ৩ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী পৌর শহরেরে কাউরিয়াপাপড়া থেকে ৩ লক্ষ টাকা সমমূল্যের হেরোইন ও ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার গত শনিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন ও ১২০ পিস

জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে নরসিংদীতে সাড়ে ১৮ ঘন্টার অভিযান সমাপ্ত



নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
: অবশেষে কথিত জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে র‌্যাব-১১’র সাড়ে ১৮ ঘন্টার জঙ্গি বিরোধী নরসিংদীর অভিযান।
গত শনিবার বিকেল ৪ টায় জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাব-১১’র জোয়ানরা নরসিংদীর গাবতলী উত্তরপাড়ার বিদেশ প্রবাসী মঈন উদ্দিন আহমেদের বাড়ি ঘেরাও করে। সাড়ে ১৮ ঘন্টার এই অভিযানে কোন অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার করতে পারে নি র‌্যাব। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বাড়িটির ভিতরে থাকা সন্দেহভাজন ৫ জন ছাত্র শিক্ষক আত্মীয়-স্বজন ও মোবাইল যোগাযোগের মাধ্যমে র‌্যাবের নিকট আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারী আবু জাফর, মাসুুদুর রহমান, মশিউর রহমান, বাছিরুল ইসলাম ও সালাহ উদ্দিনের জঙ্গি সম্পৃক্ততা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায় নি। আত্মসমর্পণের পর র‌্যাব তাদেরকে আটক করে নারায়ণগঞ্জ র‌্যাব-১১ কার্যালয়ে নিয়ে যায়। এর আগে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং’র পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদেরকে জানান, বিভিন্ন তথ্যের ভিত্তিতে বিশেষ করে সিলেটের আতিয়া মহলের জঙ্গি আস্তানা থেকে ধৃত জঙ্গিদের দেয়া তথ্য সূত্র ধরে সালাহ উদ্দিনের জঙ্গি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় এবং এস

‘আমরা জঙ্গি নই‘ আওয়ামীলীগ-কর্মী‘ আত্মসমর্পণ করতে চাই’ নরসিংদীর জঙ্গি আস্তানায় আটক আবু জাফর ও তার ফেসবুক পোস্ট

 নরসিংদী প্রতিনিধিঃ
‘আমরা জঙ্গি নই, আমাদের সার্চ করা হোক, আমরা আত্মসমর্পণ করতে চাই। আমরা দীর্ঘ দিন ধরে এলাকার বিভিন্ন মেসে থেকে লেখাপড়া করছি। ফেসবুকে এমনই বার্তা পোস্ট করেছেন নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে আইনশৃক্সখলা বাহিনীর ঘিরে রাখা বাড়িতে আটক আবু জাফর নামের এক ছাত্র। নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে সাংবাদিক ও আইনশৃক্সখলা বাহিনীর উদ্দেশে তিনি লেখেন, ‘সাংবাদিক ও আইনশৃক্সখলা বাহিনীর স্যারদের উদ্দেশে বলছি, আমরা নিরপরাধ। আমরা শিবির, জঙ্গিবাদ সম্পর্কে ভালো করে জানিও না। প্লিজ আপনারা আমাদের সার্চ করুন

শনিবার, ২০ মে, ২০১৭

শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় ‘জঙ্গি’ সালাহ উদ্দিন




নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি র‌্যাব ঘিরে রেখেছে সেই বাড়িটি সম্প্রতি ভাড়া নিয়েছিল সালাউদ্দিন নামের এক ব্যক্তি। বাড়ি ভাড়া নেওয়ার সময় সে নিজেকে মাদ্রাসা শিক্ষক হিসাবে পরিচয় দেয়। তবে বাড়ি ভাড়া নেওয়ার সময় সে যেসব কাগজপত্র দিয়েছে সেগুলো ভুয়া বলে দাবি করেছে র‌্যাব। শনিবার বিকেল  থেকে নরসিংদীর সদর থানার গাবতলী এলাকার ওই বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বাড়িটিতে আগামীকাল রবিবার সকালে অভিযান পরিচালনা করা হবে বলে র‌্যাব জানায়।

নরসিংদীর জঙ্গি আস্তানায় রোববার সকালে অভিযান ঃ র‌্যাব




নরসিংদীপ্রতিনিধিঃ
নরসিংদীর গাবতলী এলাকায় সন্ধ্যান পাওয়া জঙ্গি আস্তানায় রোববার ( ২১ মে) সকালে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন র‌্যাব -১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেক উদ্দিন। তিনি জানান, ভেতরে ৫ থেকে ৬ জন জঙ্গি রয়েছে বলে ধারণা করা

নরসিংদীর আস্তানায় অবস্থান করছে ৫ থেকে ৬ জঙ্গি: র‌্যাব




নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর জঙ্গি আস্তানার ভেতরে ৫ থেকে ৬ জন জঙ্গি রয়েছে বলে র‌্যাব নিশ্চিত হয়েছে। বাড়িটির চারদিকে র‌্যাব পুলিশের কড়া পাহারা বসানো হয়েছে। ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হবে। শনিবার (২০ মে) বিকাল ৪টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব-১১-এর একটি দল। জানা গেছে,

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। আজ শনিবার বিকাল থেকে র‌্যাব-১১ এর একটি দল বাড়িটি ঘিরে ফেলে। র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘জঙ্গি সন্দেহে ওই বাড়িটি আমরা বিকাল চারটা থেকে ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, বাড়িটিতে জঙ্গি রয়েছে। ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অধিনায়ক ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভেতরে কারা ও কত জন আছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’

রবিবার, ১৪ মে, ২০১৭

পলাশে মহিলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে হাজারো মহিলা কর্মীর ঢল- সভাপতি লিজা সম্পাদক ফাতেমা



বাইজিদ আহম্মেদ, পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন মহিলা আওয়ামীগের ত্রি বার্ষিক সম্মেলন আজ রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে মুখরিত হয়ে উঠে পুরো চরসিন্দুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ। দুপুর থেকেই ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মহিলা নেতৃবৃন্দরা শতশত সর্মথক নিয়ে সম্মেলনে যোগদান করেন

শিবপুরে জমি থেকে বালু উত্তোলন ধসে যাওয়ার আশঙ্কায় কয়েকটি গ্রাম




নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ফসলি জমিতে অবাদে চলছে বালু উত্তোলনের মহা-উৎসব। নিয়ম নীতির তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে দুলালপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। এছাড়া ট্রাক, ট্রলি ব্যবহার করে অবৈধভাবে বালু পরিবহন করায় উপজেলার প্রায় ৩০ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
সরেজমিনে দেখা গেছে, শিবপুর উপজেলায় দুলালপুর ইউনিয়নের মির্জাকান্দি, দত্তেরগাও, চন্ডিবরদী এলাকাসহ কয়েকটি গ্রামের ফসলি জমি ও বাড়ি তৈরির ভিটা, এমনকি কোথাও কোথাও বাড়ির পাশ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু । বালু উত্তোলনের ফলে আশেপাশের জমি গুলো বড়বড় গর্তে পরিনত হয়েছে। এতে করে হয়ে মারাত্মকভাবে নষ্ট হচ্ছে এলাকার ফসলি জমি, অপরদিকে এক এক করে ভিটেহারা হচ্ছেন ওই সব গ্রামের মানুষ। এলাবাসীর অভিযোগ স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘ ১০ বছর বছর যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এলাকার কিছু প্রভাবশালীরা।

নরসিংদীতে সবজি চাষে জনপ্রিয়তা পাচ্ছে ফেরোমন ফাঁদ



নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে ফেরোমন ফাঁদ (ট্র্যাপ পদ্ধতি) ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই পদ্ধতি ব্যবহারের ফলে সবজি ক্ষেতে একদিকে কমছে কীটনাশকের ব্যবহার, অপরদিকে উৎপাদিত হচ্ছে স্বাস্থ্যসম্মত সবজি। এতে কম খরচে উৎপাদিত বিষমুক্ত সবজি বিদেশে রপ্তানি হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা।
সরেজমিন গিয়ে দেখা গেছে, নরসিংদীর বিভিন্ন উপজেলার সবজির ক্ষেতগুলোতে বিষমুক্ত সবজি উৎপাদনে বসানো হয়েছে প্লাস্টিকের কৌটায় ফেরোমন ফাঁদ (ট্র্যাপ পদ্ধতি)। ঝুলানো এসব ফাঁদের কৌটায় কম খরচে  মেশানো হয় বিভিন্ন জাতের ক্ষতিকর স্ত্রী পোকার ঘ্রান সমৃদ্ধ ঔষধ। এতে ছুটে এসে ফাঁদের পানিতে পড়ে মারা পড়ছে ক্ষতিকর পুরুষ পোকা। এ পদ্ধতিতে ফসলের জন্য ক্ষতিকর পোকা দমন হওয়ায়, বাড়তি খরচ করে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না কৃষককে। চলতি বছর ফেরোমন ফাঁদের ব্যবহারে লাভবান হয়েছেন অনেক বেগুন চাষী। ফেরোমন ফাঁদ ব্যবহারে

নরসিংদীতে বাঁশের হস্তশিল্পে দিনবদল




বাইজিদ আহম্মেদ, পলাশ সংবাদদাতাঃ
নরসিংদী জেলায় বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্প বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এতে শত শত দক্ষ গ্রামীণ কারুশিল্পীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এক সময় নরসিংদী জেলা হস্তশিল্পে বেশ সমৃদ্ধ ও ঐতিহ্য ছিল। এখানে উল্লেখযোগ্য সংখ্যক কারুশিল্পী ছিলেন, যারা বংশ পরম্পরায় এই পেশায় জড়িত ছিলেন। তাদের তৈরি পণ্যের গুণগতমান মান খুব ভালো ছিল। কিন্তু বাজারে আকর্ষণীয় নকশার প্লাস্টিক সামগ্রী সহজলভ্য হওয়ায় বাঁশের তৈরি হস্তশিল্পের চাহিদা একদম কমে যায়। ঐতিহ্যবাহী সেই হস্তশিল্পের আবারো জাগরণ ঘটছে নরসিংদীতে।

নরসিংদীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা!

নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ

যৌতুক না দেয়ার কারণে স্বামী মুক্তার হোসেন কেড়ে নিয়েছে এক সন্তানের জননী শারমিন বেগম নামে এক গৃহবধূর প্রাণ। শুক্রবার গভীর রাতে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
রায়পুরা থানার উপ-পরিদর্শক আমিরুল শিকদার জানান, শুক্রবার রাত ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় মুক্তার হোসেন তার স্ত্রী শারমিন বেগম ও দুই বছরের কন্যা কিউমনা বেগম ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন।
স্বামী-স্ত্রীর মধ্যে অতীত থেকে চলে আসা যৌতুক এনে দেয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে থাকে। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে স্বামী মুক্তার হোসেন ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে স্ত্রী শারমিন বেগমকে গুরুতর আহত করেন।

শনিবার, ১৩ মে, ২০১৭

পলাশে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম


বাইজিদ আহম্মেদ, পলাশ সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে শিক্ষার্থীদের ইভটিজিং করার প্রতিবাদ করায় আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। এবিষয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও এপর্যন্ত অভিযোগক্ত কোনো বখাটেকে আটক করতে পারেনি পুলিশ। আহত আনোয়ার হোসেন জানান, পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও একটি ডিগ্রি কলেজ রয়েছে। স্থানীয় বখাটে মারুফ, টিপু, ইয়াছিন, আনাছসহ প্রায় ৮/১০ যুবক স্কুল কলেজে যাতায়াতের সময় রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্যক্ত করে আসছে। এলাকার বেশ কয়েকজন সচেতন অভিভাবক তাদের একাধিকবার নিষেধ করলেও তারা ইভটিজিং থেকে ফিরে

মাধবদীতে সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন




নজরুল ইসলাম, নরসিংদী সংবাদদাতাঃ
জাতিসংঘ কর্তৃক ৪র্থ বারের মত ‘বিশ্ব  স্বাস্থ্য সংস্থা  এর  তত্ত্বাবধানে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০১৭’ পালিত হচ্ছে। উপলক্ষে ১৩ মে শনিবার সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মাধবদী ব্রাঞ্চ এর উদ্যোগে, গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট বিতরনসহ ‘গতি কমাও,জীবন বাচাঁও’ এই স্লোগানে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পলাশে পাঁচ শতাধিক শিক্ষার্থী পেল দুপুরের খাবার






বাইজিদ আহম্মেদ, পলাশ সংবাদদাতাঃ

নরসিংদীর পলাশ উপজেলার পলাশ ১ নং সরকারি প্রাথমীক বিদ্যালেয় চালু হয়েছে মিড ডে মিল কার্যক্রম। আজ শনিবার দুপুরে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার তুলে দিয়ে মিড ডে মিল এর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পলাশের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

শুক্রবার, ১২ মে, ২০১৭

রায়পুরায় ইউপি সদস্যের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় আক্তার হোসেন (৩০) নামে এক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার  করেছে রায়পুরা থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার হাইরমারা মোড়ের নিজ দোকানের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

শবেবরাত নামাজের নিয়ত

শবে বরাতের নামাযঃ-
শবে বরাতের রাতে এশার নামাযের পর থেকে সুবেহ্ সাদিক অর্থাৎ ফজর পর্যন্ত নফল নামায ও বিভিন্ন এবাদত পবিত্র কুরআন পাঠ, যিকির-আযকার, তসবিহ-তাহলীল করা যায়। এই রাতে কমপক্ষে ২ রাকাত করে ১২ রাকাত নফল নামায ও ৪ রাকাত ছালাতুত্ তাছবীহ্ নামায পড়া অতি উত্তম।
নামাযের নিয়ত আরবীতে:-
“নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তা‘আ-লা- রাক‘আতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কা‘বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার”।

আজ পবিত্র শবেবরাত-- তাজা খবরের বিশেষ আয়োজন শবেবরাতের ফজিলত


বুধবার, ১০ মে, ২০১৭

শিবপুরে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি॥ বিষে ধুঁকছে এলাকাবাসী

 

মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
শিবপুরে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা বিষে ধঁকছে এলাকাবাসী। পরিত্যক্ত ব্যাটারী গলিয়ে সীসা তৈরী করা হচ্ছে চক্রটি। যার ফলে ওই এলাকার পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়েছে। কোন ধরণের অনুমতি ছাড়া গেপন ভাবে এই কার্যক্রম চলছে।
গত শনিবার রাতে শিবপুর উপজেলার সাধারচর এলাকার এমন একটি কারখানাতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযান চালিয়ে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরীর সময় হাতেনাতে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময়

মনোহরদীতে তিন ইউপি নির্বাচনে প্রতিক বরাদ্ব


মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে তিন ইউপি নির্বাচনে প্রতিক বরাদ্ব। উৎসব মুখর পরিবেশে
গত সোমবার ৮ ই মে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া,খিদিরপুর ও কৃষ্ণপুর
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ' লীগ পার্থী  ৩ জন, বিএনপির বিদ্রহী ৫
জন,সতন্ত্র ১ জন ও অন্যান্য  প্রার্থী সহ চেয়ারম্যান ১২ জন মোট সদস্য

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

মনোহরদীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ১৪ দিন পর উদ্ধার


নরসিংদী প্রতিনিধি:
মনোহরদীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে ১৪ দিন পর্যন্ত ধর্ষণ করেছে রফিক (৩৫)। রফিকের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর থানার ইন্দ্রপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে। গত ২৯ মার্চ উপজেলার লেবুতলা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ধর্ষিতা উপজেলার একটি আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী। ঘটনার ১৪ দিন পর তার মা পুলিশের সহায়তা নিয়ে গাজীপুর ইন্দ্রপুর এলাকা হতে ধর্ষিতাকে রফিকের বাড়ি থেকে উদ্বার করে।
জানা যায়, গত ২৯ মার্চ  ধর্ষিতা প্রতিদিনের মতো উপজেলোর মাদ্রাসায় যাওয়ার পথে ৪/৫ জন লোক একটি মাইক্রোবাস থেকে নেমে মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপৃর্বক চোখ ও মুখ বেঁধে গাড়ীতে তুলে নেয়। অপহরণকারীরা ধর্ষিতা (১৭) কে তাদের নিজ এলাকায় নিয়ে যায়। পরে  অপহরণকারী দলের অন্যতম সদস্য মেয়ার উদ্দিন তার এলাকার রফিক নামের দুই বিবাহিতা এক লোকের কাছে মাদ্রাসা ছাত্রীকে বিক্রি করে দেয়। পরে রফিক তাকে একটি নির্জন ঘরে রেখে ১৪ দিন পর্যন্ত একাধারে জোর পূর্বক ধর্ষণ করে। প্রতিদিন ওই ছাত্রীকে ৩/৪ বার ধর্ষণ করা হয়েছে বলে আদালতের স্বীকারোক্তিতে জানান ধর্ষিতা। গত ২৭ এপ্রিল নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ রুমানা মিতুর কাছে এক জবানবন্দিতে এসব কথা জানান ধর্ষিতা।

রায়পুরায় মধ্য রাতে অগ্নিসংযোগ ও লুটপাট

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়ারা গ্রামে গত রবিবার রাত ৩.২০ মিনিটে এ ঘটনা ঘটে। জানা যায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব  শত্রুতার কারণে এ ঘটনা ঘটায়। গ্রামের মোবারক মোল্লা যিনি নব মোল্লা নামে পরিচিত (৮০)।তার বাড়িতে প্রতিপক্ষ আতাউর রহমান (৮০) সহ মোট ১২ জন এ ঘটনার সাথে জড়িত বলে অভিযোগকারীরা জানিয়েছে। বাড়ির পাশের মসজিদের কিছু মুসল্লি রাতে তাহাজ্জোত নামাজ পড়ার প্রস্তুতি নেয়ার সময় রাত ৩.২০ মিনিটে

শিবপুরে ৯টি ইউনিয়ন শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নরসিংদী প্রতিনিধি: 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিবপুর উপজেলার ৯টি ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিবপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মাছুম মোল্লা ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সুমন স্বাক্ষরিত গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মনোহরদীতে সরকারি শ্রমিক দিয়ে জমির ধান কাটালেন ইউপি সদস্য

মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
সরকারের ৪০ দিনের কর্মসূচীর শ্রমিক দিয়ে ওয়ার্ড মেম্বারের বোরো ধান কাটানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই কা-টি ঘটেছে। একই ওয়ার্ডের মেম্বার মো: বোরহান উদ্দিন এই কা-টি ঘটিয়েছেন।
জানা গেছে, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাঁচা রাস্তা মেরামতের জন্য প্রতি ৩ ওয়ার্ডে ৪৮ জন শ্রমিক কাজ করে থাকে। এসব শ্রমিকরা সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত কাজ করার কথা। কিন্তু মঙ্গলবার ২নং ওয়ার্ড মেম্বার মো. বোরহান উদ্দিন রাস্তার কাজ থেকে তুলে নিয়ে ২০ জন পুরুষ শ্রমিককে তার জমির বোরো ধান কাটার কাজে নিয়োগ করে। সেদিন বেলা ২টা পর্যন্ত ২০ জন শ্রমিক তার ধান কাটার কাজে নিয়োজিত ছিল।

নরসিংদীর কুখ্যাত কিলার রাহাত সরকার হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ নেতা এসএম কাইয়ুমকে প্রধান আসামী করে মামলা


মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
 গত শনিবার রাতে মাধবদীর আব্দুল্লাহ বাজার এলাকায় গুপ্তঘাতকদের হাতে নিহত রাহাত সরকার হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ৩ দিন পর গত সোমবার রাত আড়াইটায় নিহত রাহাতের বড় বোন ফারহানা সুমা বাদী হয়ে ৪ জনকে নামে এবং বেনামে আরো ৫ জনকে আসামী করে মাধবদী থানায় এই মামলা দায়ের করেছে। প্রাপ্ত তথ্য মতে মামলায় প্রধান আসামী করা হয়েছে কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস এসএম কাইয়ুমকে। অন্যান্য আসামীরা হচ্ছে, রাজন, সজল ও লাক মিয়া। এছাড়া বেনামে আরো ৫ জনকে আসামী করা হয়েছে। ছাত্রলীগ নেতা
উল্লেখ্য যে, ঠান্ডা মাথার খুনী হিসেবে পরিচিত নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী রাহাত সরকারের বিরুদ্ধে নরসিংদী থানাসহ বিভিন্ন স্থানে ১০/১২টি খুন, ডাকাতি, রাহাজানী, অস্ত্রবাজী, চাঁদাবাজী এবং ধর্ষণের মামলা ও অভিযোগ রয়েছে। গত শনিবার রাতে গুপ্ত ঘাতকরা তাকে মাধবদী থানার গণেরগাও আব্দুল্লাহ বাজারের নিকট গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। ঘটনাক্রমে এলাকার লোকজন বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে এবং ঘটনাস্থল থেকে ৮টি গুলির খোসা উদ্ধার করে। পরদিন রবিবার বেলা ১১টায় লোকমুখে খবর পেয়ে তার আত্মীয়-স্বজন হাসপাতাল মর্গে গিয়ে রাহাত সরকারের লাশ সনাক্ত করে।

সোমবার, ৮ মে, ২০১৭

পলাশে মে দিবসের শ্রমিক সমাবেশ


বায়েজিদ আহম্মেদ, পলাশ প্রতিনিধিঃ
জাতীয় শ্রমিকলীগ ঘোড়াশাল-পলাশ শিল্পাঞ্চলের উদ্যোগে আজ সোমবার বিকেলে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে মহান মে দিবসের এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিকলীগ ঘোড়াশাল-পলাশ অঞ্চলের সভাপতি আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

নরসিংদীতে টেটাযুদ্ধে নিহত ২, আহত ২৫


মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়ীতে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী টেটাযুদ্ধ সংঘটিত হয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরুশ আলী ও জয়নাল নামে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০জন। প্রতিপক্ষ হামলায় ,ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে কমপক্ষে ৩০/৩৫টি বসত ঘরে।আজ সোমবার দুপুরে জেলার রায়পুরা উপজেলার মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল বাঁশগাড়ীতে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েণ করা হয়েছে। নিহত দুই জনই সাহেদ সরকারের সমর্থক।

রবিবার, ৭ মে, ২০১৭

নরসিংদীতে ছাত্রলীগের সাবেক নেতা এসএম কাইয়ুমের বাড়ির সামনে সন্ত্রাসীদের ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ


নজরুল ইসলাম , নরসিংদী প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এসএম কাইয়ূমের বাড়ির সামনে ফাঁকাগুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় এক দল মুখোশধারী মোটরসাইকেল আরোহী তার বাড়ীর সামনে গিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে আতংক সৃষ্টি করেছে।
এই অভিযোগ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা এসএম কাইয়ুম নিজে। তিনি জানিয়েছেন,

নরসিংদীতে যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার



মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
 নরসিংদীতে যুবলীগ কর্মী রাহাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টায় নরসিংদীর মাধবদী থানাধীন গণেরগাও এলাকার আব্দুল্লাহ বাজার সংলগ্ন ঈদগাহ হতে তার লাশ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ।
নিহত রাহাত (২৮) নরসিংদীর একজন চিহ্নিত সন্ত্রাসী। সম্প্রতি সে যুবলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করতো। সে নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া এলাকার জসিম সরকারের ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। রাহাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নরসিংদীতে। র‌্যাবের ক্রসফায়ার, গোয়েন্দা পুলিশের ক্রসফায়ার, প্রতিপক্ষের হাতে মৃত্যু এসব নিয়েই ছিল দিনভর আলোচনা। জেলা যুবলীগের কাউন্সিল শুরু হওয়ার সময় নিহত রাহাতের বোন তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি আগত অতিথিদের সামনে তুলে ধরেন।

নরসিংদীতে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বিজয় সভাপতি ॥


মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ
 বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ না করে দেশের উন্নয়ন করা যায় না। ৫ তারিখের নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকটের সৃষ্টি হতো। খালেদা জিয়া দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সরকার ছাড়া দেশে কোন উন্নয়ন সম্ভব নয়। তিনি রবিবার সকালে নরসিংদী মুসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী। প্রধানবক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ।

শনিবার, ৬ মে, ২০১৭

নরসিংদীতে জুতা হাতে নেতাদের ধাওয়া করলেন যুবলীগ চেয়ারম্যান



নরসিংদী সংবাদদাতাঃ
নরসিংদীতে জুতা হাতে নেতাদের ধাওয়া করলেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ওই সময় তিনি জেলার মন্ত্রী-এমপিদের অশ্লীল ভাষায় গাল মন্দ করেছেন বলে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন নেতা-কর্মী নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর ভেলানগর জেলখানার মোড় বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
দীর্ঘ ১৪ বছর পর রবিবার নরসিংদী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের দুইদিন আগে কেন্দ্রীয় শীর্ষ নেতার বিরূপ প্রতিক্রিয়া প্রশ্নের মুখে ফেলেছে আয়োজনকে। তবে বিভিন্ন সূত্রে জানা যায়,

বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

পলাশে কোমলমতি শিশুদের ইসলামিক আলোর পথ দেখাচ্ছে বুনিয়াদ ইসলামিক একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসা


পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
কোমলমতি শিশুদের ইসলামিক আলোর প
বুনিয়াদ ইসলামিক একাডেমি ও হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মুফতি রুবাইয়্যাত সাইফুল্লাহ বলেন, কোমলমতি শিশুদের শুদ্ধ আরবী অক্ষর জ্ঞান ও শুদ্ধ কোরআন তেলোয়াত শিক্ষা দেওয়ার জন্য আমার পিতা সাইফুল ইসলাম এই প্রতিষ্ঠানটি চালু করেন। আল্লাহর অশেষ রহমত যে প্রতিষ্ঠনটি কিছুটা হলেও সুনাম অর্জন করতে পেরেছে। তিনি আরো বলেন, আমরা কোমলমতি শিশুদের দক্ষ আলেম ওলামাদের দিয়ে শুদ্ধ কোরআন তেলোয়াত ও আরবী অক্ষর জ্ঞান শিক্ষা দিচ্ছি। প্রতিষ্ঠানটিতে আবাসীক সূব্যবস্থা রয়েছে। এতে করে শিক্ষকরা সার্বক্ষণিক শিক্ষার্থীদের তদারকি করতে পারছে।