![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7iyPdqW9Jnj7qgrNnPFk6zSHGQtt3brjfHf9V1A29_HLqafE6qpuwVHWbW8G5Ct6LIfon2eOXtBTmFkRRGPdBQUM-LBdptjGkEhvEJacDYgHx1HeE7WibOOxae4hiHVp69Cf51-3SXT0/s320/palash+narsingdi+B.jpg)
নরসিংদীর পলাশ উপজেলা সততা সংঘের উদ্যোগে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি
মানববন্ধনের আগে পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৩ হাজার শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ শপথ বাক্য পাঠ করান নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
মানববন্ধনে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার, পরিদর্শক সিরাজ উদ্দীন, এ কে এম সেলিম, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, পরিষদের ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, নাসিমা সুলতানা লাকি, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ, শিক্ষা কর্মকর্তা কে এম আলোমগীর হোসেন, জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাস, সাধারন সম্পাদক বশির উদ্দীন অংশগ্রহন করেন।
র সভাপতি মাহবুব কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ২৭ কিলোমিটার এলাকাজুড়ে অংশগ্রহণ করে। ২৭ কিলোমিটার জুড়ে এই মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ এতে অংশ নেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন