মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

আজ সৈকতের শুভ জন্মদিন








আজ ২১ মার্চ মঙ্গলবার বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি পলাশ শাখা কমিটির সহ অর্থ সম্পাদক শেখ মোঃ আফলাতুল হোসেনে সৈকতের ১৮ তম শুভ জন্মদিন। ১৯৯৯ সালের এই দিনে মা-বাবার কোল আলোকিত করে সে জন্মগ্রহন করেন। তার পিতা মৃতঃ মোঃ গোলজার হোসেন, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে চাকুরীর পাশাপাশি দীর্ঘবছর বিদ্যুৎ কেন্দ্রের শ্রমীক নেতৃত্বে ছিলেন এ ছাড়া
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি পলাশ শাখা কমিটির একজন উপদেষ্ঠা হিসেবে দায়িত্বে ছিলেন। সৈকত পিতার আদর্শে উজ্জেবিত হয়ে  মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে মানবাধিকার সংস্থায় নিজেকে নিবেদীত করেন। এ ছাড়া সে পলাশ থানা সেন্টাল কলেজে এইচএসসি ২ বর্ষে পড়ালেখা করছে। শুভ জন্মদিন উপলক্ষে তার মঙ্গল কামণা করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংস্থার সকল নেতৃবৃন্ধ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন