রবিবার, ৫ মার্চ, ২০১৭

পলাশে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ








পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
ইভটিজিং, বাল্যবিবাহ, নারী-শিশু নির্যাতন, যৌতুক ও কিশোরীর ¯^াস্থ্য সর্ম্পকে সচেতনা সৃষ্টি মুলক এক সমাবেশ পলাশের খানেপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে পলাশ উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম খাইরুল আমিন, শিক্ষা কর্মকর্তা কে,এম আলোমগির হোসেন, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুলের ছাত্রছাত্রী, অভিবাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিগন অংশ নেয়। এসময় স্কুলের শিক্ষার্থীরা বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন