শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

অবশেষে মারা গেলেন আগুনে পুড়ে যাওয়া উত্তম







পলাশ সংবাদদাতাঃ
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ রক্ষা হলো না আগুনে পুড়ে যাওয়া উত্তম দাসের। অবশেষে আজ শুক্রবার রাত আনুমানিক ১০ টার সময় তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। জানা যায়, আনুমানিক রাত ১০ টার সময় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে উত্তম মারা যায়। নিহতের লাশ রাতেই এলাকায় আনা হবে বলে পরিবার সূত্রে জানা যায়। এদিকে এ ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম।  
উল্লেখ্য যে,
গতকাল বৃহস্পতিবার রাতে পলাশ ওয়াপদা নতুনবাজার এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন সংযোগের কাজ করতে গিয়ে হাই ভোল্টেজের বিদ্যুতের তার থেকে বিস্ফোরিত আগুনে উত্তমের শরীরের ৯০ ভাগ ও ফাহিমের শরীরের ৫০ ভাগ পুড়ে যাওয়া। ঘটনার একদিন পর উত্তম মারা যায়। অপরদিকে ফাহিম বার্ণ ইউনিটের জরুরী বিভাগের চিকিৎসাধীন রয়েছে। ফাহিমের অবস্থাও সূচনীয় বলে বার্ণ ইউনিটের জরুরী বিভাগ সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন