নরসিংদীর পলাশে একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক কর্মকর্তাকে পিটিয়ে আহত করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কর্মকর্তার নাম শংকর দেবনাথ। তিনি ঢাকার পি কে ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কোম্পানীর বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
আহত শংকর দেবনাথ সাংবাদিকদের জানান, পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে অবস্থিত জিনিয়ান ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর নিকট পি কে ইন্ডাষ্ট্রিজ শিসা সরবরাহ করে। এ কারণে তিনি প্রায়ই পণ্যের টাকা নিতে আসেন। কারখানা কর্তৃপক্ষ নগদ এবং চেক উভয়েই পাওনা পরিশোধ করে। রবিবার বাণিজ্যিক কর্মকর্তা শংকর দেবনাথকে কোম্পানিটি নগদ ২০ লাখ টাকা পরিশোধ করে।
তিনি ওই টাকা নিয়ে আসার পথে ফুলবাড়িয়া এলাকার মসজিদের সামনে দুই জন লোক মোটরসাইকেলে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিছু বুঝার পূর্বেই দুর্বত্তরা শংকর দেবনাথকে এলোপাতারি পিটিয়ে সাথে থাকা ২০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহত শংকর দেবনাথকে উদ্ধার করে পলাশ উপজেলা হাসপাতালে পাঠিয়েছে।
খবর পেয়ে পি কে ইন্ডাষ্ট্রিৎজের মালিক কৃষ্ণ দাস পলাশে ছুটে আসে। তিনি আহত শংকরকে দেখে পুলিশের নিকট দ্রুত ছিনতাইকারীদেরকে আটক করে টাকাগুলো উদ্ধারের অনুরোধ করেন।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সততা ¯^ীকার করে বলেন, এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ছিনতাইকারীদেরকে আটক করার লক্ষ্যে পুলিশি অভিযান চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন