বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

পলাশ খানেপুর উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন





পলাশ সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সরেজমিনে বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এক উৎসব মুখুর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট প্রদান করে। প্রার্থীরা স্কুলের পুরো ক্যানভাস জুড়ে ছোট ছোট কাগজে তাদের পরিচয় লিখে নির্বাচনি প্রচারণা করেন। বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানায়,
তারা মেধাবি শিক্ষার্থীদের বিজয়ী করতে আগ্রহী। প্রার্থীরা জানায়, নির্বাচনে ফলাফল যাই হক তারা সাদরে গ্রহণ করবেন।  খানেপুর বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের নির্বাচন কমিশনার মোঃ সাগর মোল্লা জানান স্কুলের ৫৬৫টি ভোটার ৫টি ভোট কেন্দ্র্রে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করেছে। বিদ্যালয়ে ৮টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আল মুজাহিদ হোসেন তুষার জানান, বর্তমান সরকার মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের গণতন্ত্র বুঝতে শিখা, আইন-কানুন মেনে চলা, গণতান্ত্রীক ভিতকে মজবুত করা শিক্ষার্থীদের দায়িত্বের প্রতি দায়িত্ববোধ ও শ্রদ্ধাশীল হওয়ার জন্য এই নির্বাচন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, প্রতি শ্রেণী থেকে ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে একজন করে প্রার্থী বিজয়ী হবে। পরে বেশি ভোট পাওয়ার উপর ভিত্তি করে আরো তিনজন প্রার্থী বিজয়ী হবে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, নিরাপত্তা কর্মীও ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নির্ধারণ করা হয়ছে।
পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেএম আলোমগীর খান জানান, উপজেলার ১৬ টি বিদ্যালয় ও ৪টি মাদ্রাসায় একযোগে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলো উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ পরিদর্শন করেছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন