বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

পলাশে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন দিতে গিয়ে বিদুৎ পৃষ্ট হয়ে গুরুত্বর আহত দুই জন- ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ।





নিজে¯^ সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেইট নতুন বাজার এলাকায় আজ বৃহস্পতিবার রাত ৯টার সময় ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন সংযোগ দিতে গিয়ে ১লাখ ৩২ হাজার ভোল্টের লাইনের বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়েছে ওয়াপদা এলাকার মোবাইল সার্ভিসিং দোকান মালিক ফাহিম ও ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কর্মরত দুলাল দাসের ছেলে উত্তম দাস। গুরুত্বর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। ঘটনার পত্যক্ষ্যদর্শীরা জানান, আহত উত্তমের শরীরের ৮০ ভাগ ও আহত ফাহিমের ৩০ ভাগ পুড়ে যায়। জানা যায়, নতুনবাজার এলাকার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর পলাশ শাখা অফিস বভনের ৩য় তলার ছাদে ফাহিম ও উত্তম ব্রডব্যান ইন্টারনেট লাইন সংযোগের কাজ করতে যায়। সংযোগের তার ছাদ থেকে পাশের আরেকটি ভবনে ছাদে ঢিল দিয়ে ফেলতে গেলে পাশে থাকা ১ লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে গিয়ে পড়লে সঙ্গে সঙ্গে বিকট বিস্পোরণ ঘটে এবং তাদের শরীরে আগুন ধরে যায়। ঘাটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরেণ করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত তারা দুই জনই বেচে আছে বলে জানা যায়। এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থানে পরির্দশন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ, পলাশ থানার ওসি তদন্ত বিপ্লব কুমার, ঘোড়াশাল পৌর কাউন্সিলর জুলহাস মিয়া, পলাশ উপজেলা হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ শাখার সভাপতি আনোয়ার হোসেন আনু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন