মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

রায়পুরায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা: টেঁটাবিদ্ধ ১, ২০ জনের বিরুদ্ধে মামলা


নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে বাড়িঘর। রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে রায়পুরায় থানায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ২০ জনের নামে মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামাল, চানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হজরত আলীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল শাফি মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ খবর শফি মিয়ার স্বজনদের প্রতিপক্ষরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া টেঁটা শাফি মিয়ার গলায় বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার স্ত্রীর চিৎকারে পার্র্শ্ববর্তী লোকজন দৌড়ে এসে গলার শ্বাসনালীতে টেঁটাবিদ্ধ শাফি মিয়াকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।
সূত্রে জানা যায়, চানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন আহত শাফি মিয়ার ছেলে মো. মকবুল হোসেন মোবারক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন হজরত আলী। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন