মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

নরসিংদীতে পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার দাবীতে মানবন্ধন





পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারী রাজ¯^ তহবিল হতে শতভাগ পাওয়ার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলার ৬টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা এক মানববন্ধন করেন। আজ মঙ্গলবার সকালে নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করেন।

বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের নরসিংদীর জেলা সভাপতি মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন ঢাকা বিভাগের সভাপতি আনোয়ার সাদাৎ , নরসিংদী পৌর সচিব মাহফুজুর রহমান, ঘোড়াশালের  সচিব মো: তাজুল হোসেন, মাধবদীর সচিব কাজী মোস্তাফা কামাল, মনোহরদীর সচিব ইসমাঈল হোসেন, নরসিংদীর পৌর কর্মচারী পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন প্রমুখ। 
নরসিংদীতে পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার দাবীতে মানবন্ধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন