নিজে¯^ প্রতিবেদকঃ
বৃহস্পতিবার রাতে ওয়াপদা নতুনবাজার এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন সংযোগের কাজ করতে গিয়ে হাই ভোল্টেজের বিদ্যুতের তার থেকে বিস্ফোরিত আগুনে পুড়ে যাওয়া উত্তম ও ফাহিম ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানা যায়,
শরীরের ৯০ ভাগ পুড়ে যাওয়া উত্তমকে আইসিওতে ও ৫০ ভাগ পুড়ে যাওয়া ফাহিমকে বার্ণ ইউনিটের জরুরী বিভাগে রাখা হয়েছে। জরুরী বিভাগের ডাক্তার জানান, উত্তমের বেচে থাকা ৫ শতাশেং নেমে এসেছে। পাশাপাশি আহত ফাহিমের অবস্থাও সুচনীয়। এদিকে আহত দুই পরিবারের পক্ষ থেকে তাদের সুস্থতা কামণা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন