নিহত রুবেলের স্বজন ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজীরকান্দী গ্রামে আলাউদ্দিনের বাড়ীতে ৩ দিনব্যাপী প্রতিবারের ন্যায় এবারও “ওরশ মাহফিল”র আয়োজন করা হয়।
এই ‘ওরশ মাহফিল’কে কেন্দ্র করে ব্যাপকভাবে মদ, জুয়া, গাঁজা সেবনসহ নানা ধরনের অনৈতিক কর্মকান্ড চলে আসছিল। “ওরশ মাহফিল” চলাকালীন ঘটনার দিন মধ্যরাতে বন্ধু জামাল ও র“বেলের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে ১১ টায় খুনী জামাল’র সাথে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র থুতনির নিচে ঠেকাইয়া গুলি করলে র“বেল আশংকাজনক রক্তাক্ত জখম হয়। এসময় গুলি’র শব্দসহ গুরুতর রক্তাক্ত অবস্থায় রুবেল মিয়া মাটিতে লুটিয়ে পড়তে দেখে আশ-পাশের লোকজন দৌড়ে এসে খুনী জামালকে তাৎক্ষণিকভাবে আটক করে। অপরদিকে আশংকাজনক অবস্থায় দ্রুত রুবেলকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক র“বেল’র অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ১৭ মার্চ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে র“বেল নিহত হয়। চাঞ্চল্যকর হত্যাকান্ডের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে হত্যাকান্ডের সংবাদ পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী আটককৃত খুনী জামালকে পুলিশের নিকট সোর্পদ করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওরশ-মাহফিলে হত্যাকান্ডের ঘটনায় সদর মডেল থানা পুলিশে মামলা দায়ের করা হয়নি বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন